চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সিএসইতে সিআইইউ এমবিএ শিক্ষার্থীরা

৫ আগস্ট, ২০১৯ | ১:৪০ পূর্বাহ্ণ

পুঁজিবাজারের নানা তথ্য আর লেনদেনের আদ্যপান্ত জানতে স্টক একচেঞ্জ পরিদর্শন করেছেন চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউর) এমবিএ’র শিক্ষার্থীরা। সম্প্রতি সিআইইউর বিজনেস স্কুলের শিক্ষকদের সঙ্গে একঝাঁক মেধাবী শিক্ষার্থী আগ্রাবাদের স্টক একচেঞ্জ কার্যালয় পরিদর্শনে যান। এ সময় তারা পুঁজিবাজারের বিনিয়োগ, শেয়ার কেনাবেচা, দর উঠানামা, লোকসান সামলানোর কৌশল, প্রতিদিনের কার্যক্রমসহ বিভিন্ন বিষয়গুলো সরজমিনে জেনে নেন। পরিদর্শনকালে শিক্ষার্থীদের সঙ্গে তত্ত্বাবধানে ছিলেন সিআইইউ বিজনেস স্কুলের সহযোগী অধ্যাপক ড. ইমন কল্যাণ চৌধুরী, ড. মোসলেহ উদ্দিন চৌধুরী খালেদ, সহকারি অধ্যাপক ড. সায়মা সুলতানা, প্রভাষক ইফফাত ইশরাত খান প্রমুখ। চিটাগং স্টক একচেঞ্জের চিফ রেগুলেটরি অফিসার মোহাম্মদ শামসুর রহমান সিআইইউর শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান। এই সময় তার সঙ্গে প্রতিষ্ঠানটির হেড অব ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট আরিফ আহমেদও উপস্থিত ছিলেন। সিআইইউর বিজনেস স্কুল জানায়, পাঠ্যবই-সিলেবাসের বাইরে পুঁজিবাজারের ব্যবহারিক জ্ঞানের সঙ্গে শিক্ষার্থীদের পরিচিত করে তুলতে স্টক একচেঞ্জ পরিদর্শন করেন সবাই। পরিদর্শন শেষে মতবিনিময় অনুষ্ঠিত হয় বৈঠক। এই সময় স্টক একচেঞ্জের কর্মকর্তারা পুঁজিবাজারকে ঢেলে সাজাতে সরকারের নানামুখী উদ্যোগ তুলে ধরেন। পুরো চিত্রটার কার্যক্রম তুলে ধরতে শিক্ষার্থীদের এখানে নিয়ে আসা হয়েছে। ক্লাসের বাইরে এই ধরনের পরিদর্শন ছাত্র-ছাত্রীদের নতুন কিছু ভাবতে শেখায় বলে উল্লেখ করেন তিনি। – বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট