চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

রেড ক্রিসেন্ট সিটি ইউনিটের কিটস বিতরণকালে মেয়র

ডেঙ্গু মোকাবেলা ও স্বাস্থ্য ঝুঁকি রোধে চাই সম্মিলিত প্রয়াস

৫ আগস্ট, ২০১৯ | ১:৩৯ পূর্বাহ্ণ

রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম সিটি ইউনিটের উদ্যোগে যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের বাস্তবায়নে সম্প্রতি ভারী বর্ষণের ফলে সৃষ্ট জলাবদ্ধতা ও পাহাড়ের পাদদেশে বসবাসকারী ক্ষতিগ্রস্ত ২০০টি পরিবারকে গতকাল রবিবার টাইগারপাস এলাকায় চসিকের প্রধান কার্যালয়ে হাইজিন কিটস্ বিতরণ করা হয়। নগরীর বায়েজিদের আরেফিন নগর, ফইল্যাতলী বাজার, আকবর শাহ, বহদ্দার হাট, অক্সিজেন, খুলশী পলিটেকনিক এরিয়া, চকবাজার, চাকতাই, উওর আগ্রবাদ, ফিরিঙ্গীবাজার, দেবপাহাড়, বাকলিয়ার নি¤œবৃত্ত পরিবারে মাঝে রেড ক্রিসেন্ট সোসাইটি জাতীয় সদর দপ্তর হতে প্রেরিত এ ত্রাণ প্রদান করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র ও রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম সিটি ইউনিটের চেয়ারম্যান আ জ ম নাছির উদ্দিন। চট্টগ্রাম সিটি ইউনিটের সেক্রেটারী আবদুল জব্বারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা, প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন বড়–য়া, একান্ত সচিব মফিদুল আলম, সিটি রেড ক্রিসেন্টের কার্যকরী পর্ষদ সদস্য এইচ.এম. সালাউদ্দিন, মোহাম্মদ আনোয়ার আজম, আজরু উদ্দিন সাফদার ও যুব প্রধান মো. ইসমাইল হক চৌধুরী ফয়সাল। এছাড়া বয়স্ক পুরুষদের ১টি করে লুঙ্গি ও মহিলাদের ১টি করে শাড়ি প্রদান করা হয়।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, নগরীতে বর্তমানে ডেঙ্গু জ্বরের প্রকোপ দেখা যাচ্ছে, নগরীর নিম্নাঞ্চলসমূহে সৃষ্ট জলাবদ্ধতা ও আমাদের আশপাশের অসচেতনার ফলে এডিস মশা জন্ম হতে পারে। নগরীর স্বাস্থ্য ঝুঁকি রোধে ও ডেঙ্গু জ্বর মোকাবেলায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। অন্যকে সচেতন করার পাশপাশি নিজের পারিপার্শ্বিক পরিবেশ পরিষ্কার করায় উদ্যোগী হতে হবে এবং নগরীতে যারা পাহাড়ের পাদদেশে ঝুঁকি নিয়ে বসবাস করছে তাদের অনত্র সরে যাওয়ার জন্য অনুরোধ জানান তিনি। -বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট