চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

বাদশাহ মিয়া চৌধুরীর মৃত্যুবার্ষিকী আজ

৫ আগস্ট, ২০১৯ | ১:৩১ পূর্বাহ্ণ

চট্টগ্রামের কৃতী সন্তান বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ বাদশাহ মিয়া চৌধুরীর আজ সোমবার ৫৩তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে বিভিন্ন সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠান বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে, মরহুমের কবর জিয়ারত, ফাতেহা পাঠ ও মিলাদ মাহফিল।
উল্লেখ্য, বাদশাহ মিয়া চৌধুরী হাটহাজারী উপজেলার উত্তর মাদার্শা গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। বর্ণাঢ্য শিক্ষাজীবনের বিরল কৃতিত্বের অধিকারী বাদশাহ মিয়া চৌধুরী ছিলেন অত্যন্ত মেধাবী ছাত্র। তিনি চট্টগ্রাম সিটি কলেজ, আইন কলেজ, গার্লস কলেজ (বর্তমানে সরকারি), এম ই এস কলেজ, মুসলিম এডুকেশন সোসাইটি হাইস্কুল ও মাদার্শা হাইস্কুলসহ বহু শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ব্যাপারে তাঁর অবদান স্মরণীয়। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সংগ্রাম কমিটির আহবায়ক ছিলেন। এছাড়া বাদশাহ মিয়া চৌধুরী ছিলেন একজন বিশিষ্ট স্কাউট। তিনি এদেশের সমবায় আন্দোলনের অন্যতম হিসাবে বিবেচিত। তদানীন্তন পূর্ব পাকিস্তান প্রাদেশিক সমবায় ব্যাংকের অন্যতম পরিচালক হিসাবে তাঁর গঠনমুলক কর্মকা- প্রশংসা লাভ করেছিল। শিক্ষার প্রসার ও সামাজিক কর্মকা-ের জন্য তাঁকে চট্টগ্রামের ‘স্যার সৈয়দ আহমদ’ নামে আখ্যায়িত করা হতো। চট্টগ্রাম সিটি কর্পোরেশন, বায়তুশ শরফ ও বিভাগীয় সমাজকল্যাণ ফেডারেশনসহ বিভিন্ন সংগঠন তাঁর এ মহৎ কর্মকা-ের স্বীকৃতি স্বরূপ তাঁকে মরণোত্তর সম্মানিত করেছেন।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট