চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

উখিয়ায় অবৈধ ‍বিদ্যুৎ সংযোগ, ৬ জন দণ্ডিত

উখিয়া সংবাদদাতা

৬ জুলাই, ২০২২ | ১০:৫৩ অপরাহ্ণ

কক্সবাজারের উখিয়ায় অবৈধ বিদ্যুৎ সংযোগের দায়ে চারজনকে অর্থ ও দুজনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

কারাদণ্ড প্রাপ্তরা হলেন, জালিয়াপালং ইউনিয়নের শামশুল আলমের ছেলে মোহাম্মদ আয়াছ (৩০) ও রত্নাপালং ইউনিয়নের মোহাম্মদ আয়াছের ছেলে হারুনর রশীদ (৪৪)। তাদের এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও চারজনকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

 

বুধবার (৬ জুলাই) সকাল সাড়ে ১১টা থেকে উপজেলা পল্লী বিদ্যুৎ বিভাগ ও র‌্যাব-১৫ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্বে দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তাজ উদ্দিন।

উপজেলা পল্লী বিদ্যুৎ-এর ডিজিএম মো. ইব্রাহিম জানান, অবৈধ বিদ্যুৎ সংযোগ প্রতিরোধে উখিয়ায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় চারজনকে অর্থ ও দুজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ধরণের অভিযান চলমান থাকবে।

 

পূর্বকোণ/এএস/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট