চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

‘১০ মিনিটেই খুন হন কক্সবাজারের ছাত্রলীগ নেতা ফয়সাল’

কক্সবাজার সংবাদদাতা

৬ জুলাই, ২০২২ | ৮:৩১ অপরাহ্ণ

হঠাৎ সামনে এসে সিএনজি আটকানো হয় কক্সবাজারের ছাত্রলীগ নেতা ফয়সালের। এরপর ৫-১০ মিনিটের ভেতর তাকে কুপিয়ে খুন করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এতে আজিজ সিকদারের নেতৃত্বে অংশ নেন ১৫-২০ জন। এভাবেই ফয়সাল হত্যার প্রধান আসামি আজিজ সিকদারের দেওয়া স্বীকারোক্তির কথা জানালেন র‌্যাব-১৫-এর উপঅধিনায়ক মেজর মঞ্জুর মেহেদি।

বুধবার (৬ জুলাই) সকালে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।

এর আগে সোমবার (৪ জুলাই) ফয়সাল হত্যার ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পরদিন (মঙ্গলবার) রাত ১১টায় নিহতের ভাই নাছির উদ্দীন বাদী হয়ে ২৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এতে ১৭ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও ১২ জনকে আসামি করা হয়েছে।

র‌্যাব-১৫-এর উপঅধিনায়ক মেজর মঞ্জুর মেহেদি বলেন, হত্যাকান্ডটি সংঘবদ্ধভাবেই করা হয়েছে। গ্রেপ্তার আজিজ ও ফিরোজ প্রাথমিকভাবে হত্যার দায় স্বীকার করেছে। হত্যাকান্ডের সঙ্গে আরো অনেকের সংশ্লিষ্টতা থাকতে পারে বলে তারা জানায়। তাই এ বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। তবে এখনও হত্যার মূল উদ্দেশ্য জানা যায়নি। হত্যায় ব্যবহৃত অস্ত্রগুলো উদ্ধারের চেষ্টা চলছে। গ্রেপ্তারকৃতদের কক্সবাজার সদর থানায় হন্তান্তর করা হয়েছে।

 

পূর্বকোণ/এএস/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট