চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

চট্টগ্রামে পুলিশ হেফাজত থেকে পালানো আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

৬ জুলাই, ২০২২ | ২:০১ অপরাহ্ণ

চট্টগ্রামে পুলিশ হেফাজত থেকে পালানো মাদক মামলার এক আসামিকে চার বছর পর গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তার মো. মাসুদ রানা (২২) নোয়াখালীর কবিরহাট থানার ভাটিয়া গ্রামের আবুল কাশেমের ছেলে।

মঙ্গলবার (৫ জুলাই) সন্ধ্যা ৭টায় নগরীর সদরঘাট থানাধীন পশ্চিম মাদারবাড়ির একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মহানগর গোয়েন্দা (দক্ষিণ) বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ আলী হোসেন বলেন, ২০১৮ সালে আকবরশাহ থানার মাদক মামলায় দুই সহযোগীসহ গ্রেপ্তার হয় মাসুদ রানা। কিন্তু গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে সঠিক নাম ঠিকানা প্রকাশ না করায় মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে আদালতের নির্দেশে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (প্রসিকিউশন) এর কক্ষে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়ার সময় মাসুদ রানা কৌশলে কোর্টের বারান্দা থেকে পালিয়ে যায়।

এ ঘটনায় নগরীর কোতোয়ালী থানায় মামলা রুজু করা হয়। পরবর্তীতে মামলাটি চূড়ান্ত রিপোর্ট দাখিল করে। কিন্তু আদালত মামলাটি অধিকতর তদন্তের জন্য মহানগর গোয়েন্দা বিভাগের কাছে পাঠায়।

তিনি আরও বলেন, মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে সদরঘাট থানাধীন পশ্চিম মাদারবাড়ি এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে মাসুদ রানাকে গ্রেপ্তার করা হয়।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট