চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ফ্রি মেডিকেল ক্যাম্প৮শ রোগীকে সেবাপ্রদান চন্দনাইশে

৪ মে, ২০১৯ | ১:৩৪ পূর্বাহ্ণ

হযরত ভূইখাঁজা (রা.) স্মরণে গত ১ মে চন্দনাইশ মোহাম্মদপুরস্থ কমপ্লেক্স মাঠে গুলতাজন আলিমুদ্দিন ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
আশেকানে মাইজভা-ারী এসোসিয়েশন কমপ্লেক্সের সার্বিক সহযোগিতায় দিনব্যাপী এ ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন নজরুল ইসলাম চৌধুরী এমপি। সভায় বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আবু আহমদ জুনু। ফ্রি মেডিকেল ক্যাম্প এর পরিচালক ও চট্টগ্রাম সার্জিকেয়ার ডায়াগনস্টিক সেন্টারের এম.ডি ডা. খাজা মোহাম্মদ হোসেন কাউছার রিপন, দেশের খ্যাত নামা আলোকচিত্র শিল্পী সোয়েব ফারুকী , বিশিষ্ট ব্যংকার আব্দুল মাবুদ, জোয়ারা ইউপি চেয়ারম্যান আমিন আহমদ রোকন, আশেকানে মাইজভান্ডারী এসোসিয়েশন জোয়ারা ইউনিয়ন শাখার সভাপতি মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক আবু জাফর , ছাত্রলীগ নেতা মাঈন উদ্দীন, এসোসিয়েশনের ওয়াহিদুল ইসলাম শিপলু, মোহাম্মদ আরমানসহ কর্মকর্তা ও সদস্যবৃন্দ, মেডিকেল ক্যাম্পে হৃদরোগ, বক্ষব্যাধি, ডায়াবেটিস, সার্জারী, গাইনী, প্রসূতি, চর্মযৌন, নাক-কান গলা, শিশুরোগ, চক্ষুরোগের চিকিৎসা দেয়া হয়। এছাড়া খৎনা এবং নাক ও কান ছেদানো হয়। ফ্রি মেডিকেল ক্যাম্পে ১৬ জন বিশেষজ্ঞ ডাক্তার চিকিৎসা কাজে অংশগ্রহণ করেন। এতে ২৫ জন শিশুকে খৎনা সহ প্রায় ৮শ রোগীকে চিকিৎসা ও ওষুধ প্রদান করা হয়।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট