চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

চট্টগ্রাম শাহ আমানতে কোটি টাকার সিগারেট জব্দ

নিজস্ব প্রতিবেদক

৬ জুলাই, ২০২২ | ১০:২৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ১৪ লাখ ৫২ হাজার ৪০০ শলাকা সিগারেট জব্দ করেছে কাস্টমস হাউস। যার বাজার মূল্য ১ কোটি ১০ লাখ টাকা।

বুধবার (৬ জুলাই) সকাল ৮টায় দুবাই থেকে বিমান বাংলাদেশের বিজি-১৪৮ ফ্লাইটে আসা এসব সিগারেট জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার নেয়ামুল হাসান।

তিনি বলেন, আমাদের কাছে আগে থেকেই সংবাদ ছিল ফ্লাইটে আমদানি শর্তযুক্ত পণ্য আসতে পারে। তাই বিমানবন্দরের কার্গো ওয়ারহাউসে চিরুনি অভিযান শুরু করি। এ সময় বিভিন্ন কার্টুনে প্রাথমিকভাবে সন্দেহজনক পণ্যের অস্তিত্ব পাওয়া যায়। পরে কার্টুনগুলো কেটে সুপার স্লিম ইজি গোল্ড, সুপার স্লিম ইজি স্পেশাল গোল্ড, সুপার স্লিম ইজি স্পেশাল লাইট, মন্ড স্ট্রবেরি ফ্লেভার ও বেনসন লাইট ব্র্যান্ডের ৭ হাজার ২৬২ মিনি কার্টুন (১৪,৫২,৪০০ শলাকা) সিগারেট পাওয়া যায়।। পণ্য চালানটিতে বিপুল রাজস্ব ফাঁকির অপচেষ্টা করা হয়।

পূূবকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট