চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

মাটিরাঙ্গায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একজনকে জরিমানা

মাটিরাঙ্গা সংবাদদাতা

৫ জুলাই, ২০২২ | ৯:২২ অপরাহ্ণ

খাগড়াছড়ির মাটিরাঙ্গার বেলছড়ি ইউনিয়নের খেদাছড়ার পাঞ্জাবী টিলা এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

মঙ্গলবার (৫ জুলাই) বিকেলে এ অভিযান পরিচালনা করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৃলা দেব। 

পূর্বকোণকে তিনি বলেন, দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে বোলড্রোজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলেন একটি চক্র। এমন খবরে অভিযান চালিয়ে বালুমহাল ও মাটি ব্যাবস্থাপনা আইনে বালু উত্তোলনকারীকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে বালু উত্তোলনে ব্যবহৃত একটি বোলড্রোজার নষ্ট করে দেয়া হয়।

তৃলা দেব আরও বলেন, অবৈধভাবে বালু উত্তোলন ও মাটি কাটার সাথে জড়িতদের কোনভাবেই ছাড় দেয়া হবে না। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।

 

পূর্বকোণ/ছোটন/মামুন/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট