চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

অবৈধ পশুর হাট: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

অনলাইন ডেস্ক

৪ জুলাই, ২০২২ | ১০:২৬ অপরাহ্ণ

কোরাবানির পশু বিক্রির জন্য নগরে অবৈধভাবে পশুর হাট বসানোর দায়ে  চার প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৪ জুলাই) নগরের পাহাড়তলী ঝাউতলা বাজার সংলগ্ন মাঠ, বায়েজিদ বোস্তামি রোডের এশিয়ান এগ্রো, চৌধুরী রেঞ্জ ও ইউনি ক্যাম্প প্রতিষ্ঠানের অবৈধ পশুর হাটে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী। এসময় তিনি পশুগুলো পার্শ্ববর্তী বাজারে নিয়ে যাওয়ার জন্য নির্দেশ দেন।

অপরদিকে কর্ণফুলী এলাকার  নুর নগর পশুরহাট তদারকি করেন চসিক স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন। এসময় করোনা প্রতিরোধে ক্রেতা-বিক্রেতাকে মাস্ক পরিধান ও সামাজিক দূরত্ব বজায় রাখতে সতর্ক করা হয়েছে। ক্রেতা-বিক্রেতাদের জন্য হাত ধোয়ার ব্যবস্থা, জীবানু নাশক স্প্রে, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার নিশ্চিত করার জন্য ইজারাদারদের নির্দেশনা প্রদান করেন তিনি।

 

পূর্বকোণ/রাজীব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট