চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

কক্সবাজারে ছাত্রলীগ নেতা ফয়সাল হত্যার নেতৃত্বদানকারী আজিজ গ্রেপ্তার

কক্সবাজার সংবাদদাতা

৪ জুলাই, ২০২২ | ৯:২৩ অপরাহ্ণ

কক্সবাজার খুরুশকুলে ছাত্রলীগ নেতা মো. ফয়সাল উদ্দিনকে হত্যার ঘটনায় নেতৃত্বদানকারী আজিজকে গ্রেপ্তার করেছে র‌্যাব ১৫ এর সদস্যরা।

সোমবার (৪ জুলাই) বিকালে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আজিজ মৃত লাল মোহাম্মদের ছেলে।

অভিযুক্ত অন্যদেরও ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র‌্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্নেল খাইরুল ইসলাম সরকার।

এদিকে সোমবার বিকেল ৪টায় ফয়সালের নামাযে জানাজা খুরুশকুল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। ওখানে স্থানীয় সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমানসহ বিভিন্ন নেতরা বক্তব্য রাখেন। এর পর মরদেহ স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে।

রবিবার (৩ জুলাই) বিকেলে খুরুশকুল ইউনিয়ন আওয়ামী লীগের ওয়ার্ড কমিটির সম্মেলন দেখতে যান সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফয়সাল উদ্দিন। সন্ধ্যায় সম্মেলন শেষে অটোরিকশাযোগে বাড়ি ফেরার পথে খুরুশকুল ইউনিয়নের ডেইলপাড়ায় পৌঁছালে একদল দুর্বৃত্ত অটোরিকশা থামিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। পরে আহতাবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মারুফ আদনান বলেন, এ ঘটনায় স্বজন, আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের অভিযোগ, ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন স্থলের বাইরে একদল সশস্ত্র লোকজনকে দেখতে পেয়ে হামলার আশঙ্কা করেছিলেন ছাত্রলীগ নেতা ফয়সাল উদ্দিন। পরে আওয়ামী লীগের নেতারা পুলিশকে অবহিত করেন। পুলিশ তাকে একটি অটোরিকশায় তুলে দিয়ে বাড়ি ফেরার ব্যবস্থা করেন। অটোরিকশারটি পেছনে ছিল পুলিশের গাড়িটিও। একপর্যায়ে ফয়সালকে বহনকারী গাড়িটি ডেইলপাড়ায় পৌঁছালে একদল দুবৃর্ত্ত গাড়িটি থামিয়ে ‘পুলিশের উপস্থিতিতে’ এলোপাতাড়ি কুপিয়ে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।’

পূর্বকোণ/আরাফাত/মামুন/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট