চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

চট্টগ্রামে আরএনবির ২ টিকিট কালোবাজারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

৪ জুলাই, ২০২২ | ১২:৫৬ অপরাহ্ণ

চট্টগ্রামের কোতোয়ালীতে অবৈধভাবে রেলের টিকিট বিক্রির সময় দুই টিকিট কালোবাজারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তার দুইজন রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্য। এসময় তাদের কাছ থেকে চট্টগ্রাম থেকে ঢাকাগামী বিভিন্ন ট্রেনের মোট ৯টি টিকিট এবং টিকিট বিক্রির ১০ হাজার ৩২০ টাকা উদ্ধার করা হয়।

রবিবার (৩ জুলাই) রাতে মোটেল সৈকতের পেছনের একটি দোকান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- আরএনবির হাবিলদার মো.রবিউল হোসেন (৩৯), সিপাহী মো.ইমরান হোসেন (২৭)।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল এম এ ইউসুফ।

তিনি বলেন, রোববার (৩ জুলাই) চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে ঈদ যাত্রার অগ্রিম টিকিট বিক্রির সময় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর দুই সদস্যকে আটক করা হয়েছে। তারা ঈদ যাত্রার টিকিট কালোবাজারে বিক্রি করছিল।

এ সময় র‍্যাব তাদের হাতেনাতে আটক করে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে বলেও জানান তিনি।

রেলওয়ে সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে প্রতিদিন ১০টি আন্তঃনগর ট্রেনে মোট ৭ হাজার সিট রয়েছে। এগুলোর মধ্যে কাউন্টার থেকে বিক্রি করা হচ্ছে ৩ হাজার ৫০০ টিকিট। বাকি টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে। এছাড়া ঈদ উপলক্ষে চাঁদপুরগামী দুটি বিশেষ ট্রেনের টিকিটও বিক্রি করা হচ্ছে।

 

 

পূর্বকোণ/পিআর/এসি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট