চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

পরীর পাহাড়ে ফাটল, পরিদর্শনে বিশেষজ্ঞ দল

নিজস্ব প্রতিবেদক

৩০ জুন, ২০২২ | ১০:১৮ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন পরীর পাহাড়ে ফাটল ও ধস দেখা দিয়েছে। বিষয়টি জানাজানির পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান ও যুগ্ম জেলা জজ (নেজারত) খায়রুল ইসলাম। একইসঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করে ফায়ার সার্ভিসের কারিগরি টিম, পরিবেশ অধিদপ্তরের টিম ও গণপূর্ত বিভাগের প্রকৌশলীসহ একটি টিম।

এ সময় ফাটল দেখা দেওয়া স্থানে দ্রুত রিটেইনিং ওয়াল নির্মাণ ও প্রয়োজনীয় সংস্কার করার জন্য গণপূর্ত বিভাগকে অনুরোধ করেন চট্টগ্রাম জেলা প্রশাসক।

 

বৃহস্পতিবার (৩০ জুন) বিকাল সাড়ে ৪টায় অ্যাডভোকেট ক্লার্ক ও স্ট্যাম্প ভেন্ডর সমিতির স্থাপনার পেছনে ধস হওয়া পাহাড় পরিদর্শন করেন বিশেষজ্ঞ দল। পরে তারা বাংলাদেশ ব্যাংকের ক্ষতিগ্রস্ত স্থাপনাসমূহ পরিদর্শন করেন।

পরিদর্শক দল আশঙ্কা প্রকাশ করেন- ঝুঁকিপূর্ণ সকল বহুতল স্থাপনার কারণে পরীর পাহাড় এলাকায় যেকোন সময় মারাত্মক পাহাড় ধস হতে পারে। এছাড়াও মৃদু ভূমিকম্পের ফলে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ারও শঙ্কা রয়েছে। একইসঙ্গে আদালতের ভবনের আশপাশের অবৈধ স্থাপনাসমূহ দ্রুত অপসারণের নির্দেশনা দেন তারা।

 

পূর্বকোণ/এএস/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট