চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ডিজিটাল নিরাপত্তা আইনে কক্সবাজারে ইউপি সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

৩০ জুন, ২০২২ | ৯:১৮ অপরাহ্ণ

ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় কক্সবাজারের টেকনাফের আলোচিত ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য এনামুল হক ওরফে এনাম মেম্বারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩০ জুন) সকালে টেকনাফ উপজেলা পরিষদ এলাকা তাকে গ্রেপ্তার করা হয়।

এনামুল হক টেকনাফ সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।

বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান।

পূর্বকোণকে তিনি বলেন, ফেসবুকে র‌্যাবের বিরুদ্ধে অপপ্রচারের দায়ে ডিজিটাল নিরাপত্তা আইনে এনামের নামে মামলা রয়েছে। তার বিরুদ্ধে একাধিক অস্ত্র ও মাদকের মামলাও রয়েছে। ২০১৯ সালে ১৬ ফেব্রুয়ারি ১০২ জন আত্মস্বীকৃত ইয়াবা ব্যবসায়ীদের একজন এনাম।

ওসি হাফিজুর রহমান জানান, র‌্যাবের ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় এনামকে গ্রেফতার করা হয়েছে। সে একজন শীর্ষ ইয়াবা ব্যবসায়ী। তাকে জিজ্ঞাসাবাদ চলছে। তার দেওয়া তথ্যানুযায়ী অভিযান পরিচালনা করা হবে।

পূর্বকোণ/মামুন/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট