চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

চট্টগ্রামে অর্ধশত অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল সিডিএ

নিজস্ব প্রতিবেদক

২৩ জুন, ২০২২ | ১১:৪৫ অপরাহ্ণ

পাহাড়ি ছড়া দখল করে নির্মাণ করা অর্ধশত অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক)। বৃহস্পতিবার (২৩ জুন) সকাল সাড়ে ১০টায় নগরীর বায়েজিদ লিংক রোডের ছিন্নমূল বড়ইতলী এলাকার পাশে এই অভিযান পরিচালনা করা হয়।

এ সময় রাস্তার পাশে পাহাড় কেটে অবৈধভাবে রেস্টুরেন্ট নির্মাণ করায় সি লাভ রেস্টেুরেন্টের মালিক মো. মনিরুজ্জামানকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়। এর পাশে পাহাড় কেটে সেমিপাকা ঘর নির্মাণের দায়ে মো. হেলাল উদ্দিন নামে এক ব্যক্তিকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ পরিশোধ করতে ব্যর্থ হওয়ায় দুইজনকে তাৎক্ষণিকভাবে ১৫ দিনের জেল দেওয়া হয়।

অভিযানে এক তলা, দোতলা, সেমিপাকা এবং টিনসেডের অন্তত ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন সিডিএ’র স্পেশাল ম্যাজিস্ট্রেট তাহমিনা আফরোজ চৌধুরী।

তিনি বলেন, পাহাড়ি ছড়া দখল করে এবং পাহাড় কেটে স্থাপনা নির্মাণ করায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি বলেন, প্রাকৃতিকভাবে সৃষ্ট ছড়া ভরাট করা হয়েছে। তাই পানিপ্রবাহে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। এছাড়া সিডিএ’র কোনো অনুমতি নেননি মালিকপক্ষ। বিষয়টি নজরে আসার পর অভিযান চালানো হয়েছে।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট