চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

অংশগ্রহণ করবে চট্টগ্রামের ৩৫টি আবৃত্তি সংগঠন

বঙ্গবন্ধুকে নিবেদিত দু’দিনের আবৃত্তি উৎসব শুরু কাল

অনলাইন ডেস্ক

৩ আগস্ট, ২০১৯ | ৯:০৬ অপরাহ্ণ

বঙ্গবন্ধু বাঙালির মুক্তির প্রধান মানুষ। বঙ্গবন্ধু এই জাতির শ্রেষ্ঠ সন্তান।
জাতির পিতার প্রতি অমোঘ ভালোবাসায় এবার চট্টগ্রামে সম্মিলিতভাবে আবৃত্তি উৎসবের আয়োজন করেছে আবৃত্তি সংগঠনগুলোর দুইটি মোর্চা। সম্মিলিত আবৃত্তি পরিষদ চট্টগ্রাম এবং সম্মিলিত আবৃত্তি জোট চট্টগ্রামের আয়োজনে বঙ্গবন্ধুকে নিবেদন করে আয়োজন করা হয়েছে আবৃত্তি উৎসবের।
আগামীকাল ৪ ও ৫ আগস্ট নগরীর শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে চট্টগ্রামের আবৃত্তি সংগঠনগুলোর প্রধান দুই মোর্চার ৩৫টি দল অংশ নিচ্ছে আবৃত্তি উৎসবে। দু’দিনব্যাপী এই আবৃত্তি উৎসবে বাঙ্গালির অবিসংবাদিত মুক্তিদূত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করে অংশ নিবেন শিল্পীরা। থাকছেন দেশের প্রথিতযশা আবৃত্তিশিল্পীরা। উৎসবের উপস্থিত থাকবেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ এবং বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক আহকাম উল্লাহ। পুরো আয়োজনে উপস্থিত থেকে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধার্ঘ অর্পণ করবেন চট্টগ্রামের বিশিষ্ট মুক্তিযোদ্ধা এবং সুধীজনেরা।

 

 

পূর্বকোণ/ এস

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট