চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

সীতাকুণ্ড ট্রাজেডি : এক সপ্তাহ পর খণ্ডিত মরদেহ উদ্ধার

সীতাকুণ্ড সংবাদদাতা

১৩ জুন, ২০২২ | ৫:০৮ অপরাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ড বিএম কন্টেইনার ডিপোর অগ্নিকাণ্ডের গটনায় আরও একজনের মরদেহের তিনখণ্ড উদ্ধার করা হয়েছে। এ নিয়ে এ ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৯ জনে।

সোমবার (১৩ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে কন্টেইনারের পাশ থেকে ওই মরদেহের তিন খণ্ড উদ্ধার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি। এ নিয়ে এ ঘটনার এক সপ্তাহ পরেও আরও একজনের খণ্ডিত মরদেহ উদ্ধার করা হলো।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জানা যায়, দুপুরে সিআইডির ক্রাইম সিন টিম কাজ করার সময় একজনের শরীরের দেহবাশেষ পড়ে থাকতে দেখে। এরপর সিআইডির সহযোগিতায় স্বেচ্ছাসেবী সংস্থা গাউসিয়া কমিটির সদস্যরা শরীরের তিনটি অংশ উদ্ধার করে অ্যাম্বুলেন্সে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে আসে।

গত ৪ জুন রাত ৮টার দিকে বিএম কন্টেইনার ডিপোর লোডিং পয়েন্টের ভেতরে আগুনের সূত্রপাত হয়। কুমিরা ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে প্রথমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন।

 

পূর্বকোণ/এসি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট