চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

চবিতে শিবির সন্দেহে শিক্ষার্থীকে ছাত্রলীগের মারধর

চবি সংবাদদাতা

১৩ জুন, ২০২২ | ৩:৩৩ অপরাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিবির সন্দেহ তামজীদ উদ্দিন নামে এক শিক্ষার্থীকে মারধর করেছে ছাত্রলীগের কর্মীরা।
সোমবার (১৩ জুন) ইঞ্জিনিয়ারিং অনুষদের সামনে এ ঘটনা ঘটে।

মারধরের শিকার তামজীদ ইলেকট্রনিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৯-২০ সেশনের শিক্ষার্থী। সে ফেসবুকে সরকার ও প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বিভিন্ন পোস্ট দেওয়ার দাবি করে ছাত্রলীগ কর্মীরা। পরে তামজীদকে প্রক্টরিয়াল বডিতে হস্তান্তর করে ছাত্রলীগ কর্মীরা।

সাবেক সাংগঠনিক সম্পাদক মো. ইলিয়াসের নেতৃত্বাধীন ছাত্রলীগের উপগ্রুপ বিজয়ের কর্মী সাহিল কবির বলেন, ‘তামজিদ বিভিন্ন সময় সরকার, ছাত্রলীগ ও প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দেয়। বিষয়টি আমার নজরে আসলে তাকে আমরা সতর্ক করি। এরপরও সে ফেসবুকে পোস্ট দিয়ে আসছে।’
তিনি আরও বলেন, ‘আজ আমরা কয়েকজন ছাত্রলীগ কর্মী তাকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করি। সে ফেসবুকে দেশের পরিস্থিতি অশান্ত করতে বিভিন্ন সময় স্ট্যাটাস দেওয়ার কথা স্বীকার করে। সে ছাত্র অধিকার পরিষদের নেতা নরুল হক নরুর কর্মী। পরে তাকে আমরা প্রক্টর অফিসে সোপর্দ করি।’

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আহসানুল কবীর বলেন, ‘কয়েকজন ছাত্রলীগ কর্মী এক ছাত্রকে শিবির সন্দেহে আমাদের কাছে নিয়ে আসছে। ছাত্রটির বিরুদ্ধে সরকার বিরোধী বিভিন্ন কার্যকলাপের অভিযোগ আছে। বিষয়টি আমরা দেখছি।’

পূর্বকোণ/এসি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট