১৩ জুন, ২০২২ | ২:২৬ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ইমাম হোসেন হত্যা মামলার প্রধান আসামি মো. মামুনকে (৩৮) সাত বছর পর গ্রেপ্তার করেছে র্যাব। তার নামে আরও ৩টি নাশকতা মামলা রয়েছে। তিনি রাঙ্গুনিয়া উপজেলার আমিরাপাড়ার মো. বদিউল আলমের ছেলে।
শুক্রবার (১০ জুন) রাত ৮টায় উপজেলার মরিয়মনগর বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) নূরুল আবছার।
তিনি জানান, ২০১৪ সালে রাঙ্গুনিয়ার চৌমুহনী বাজারে পূর্ব শত্রুতার জেরে ইমাম হোসেন নামে একজনকে মুখোশধারী কয়েকজন গুলি করে হত্যা করে। এ ঘটনায় তার ভাই বাদী হয়ে ৫-৭ জনকে আসামি করে মামলা দায়ের করেন। এ মামলার প্রধান আসামি করা হয় মামুনকে। শুক্রবার অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে র্যাব।
তিনি আরও জানান, গ্রেপ্তার মামুনের বিরুদ্ধে আরও ৩টি নাশকতা মামলা রয়েছে। পরে তাকে রাঙ্গুনিয়া থানায় হস্তান্তর করা হয়।
পূর্বকোণ/এএস/এসি