১৩ জুন, ২০২২ | ১:৩৯ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
খাগড়াছড়িতে সাংবাদিক পরিচয়ে আত্মগোপনে থাকা দণ্ডপ্রাপ্ত আসামি আব্দুল কাদেরকে (২৭) ১১ বছর পর গ্রেপ্তার করেছে র্যাব। তিনি দিঘীনালার বোয়ালখালী এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে।
শনিবার (১১ জুন) রাত সাড়ে ৮টায় খাগড়াছড়ির সবুজবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে ২০১১ সালে তাকে মাদক মামলায় এক বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত। পরে জামিনে বের হয়ে তিনি ১১ বছর ধরে পলাতক ছিলেন এবং সাংবাদিক পরিচয় দিয়ে তিনি খাগড়াছড়ি অবস্থান করছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার।
তিনি জানান, শনিবার রাতে মাদক মামলায় দণ্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। ২০১১ সালে জামিনে বের হয়ে সে বিভিন্ন স্থানে ছদ্মবেশে চলাফেরা করত। সর্বশেষ আমরা খবর পাই যে সবুজবাগ এলাকায় সে স্থানীয় সাংবাদিক পরিচয়ে অবস্থান করছে। সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে খাগড়াছড়ি সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
পূর্বকোণ/এএস/এসি