১৩ জুন, ২০২২ | ১২:১৪ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম নগরীর ইপিজেড এলাকায় শ্যালককে হত্যার অভিযোগে করা মামলায় দুলাভাই মো. হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত মো. মামুনের স্ত্রী রুমা আক্তার বাদী হয়ে হাসানের নামে হত্যা মামলা দায়ের করেন।
রবিবার (১২ জুন) রাতে ইপিজেড থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগেরদিন (১১ জুন) রাতে ওই এলাকার আকমল আলী সড়কে মামুনের চাচাতো বোনের সঙ্গে ঝগড়া করতে দেখে বাধা দিলে তাকে ছুরিকাঘাত করে হাসান। আহত মামুনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। নিহত মামুন ইপিজেড এলাকার মো. জামালের ছেলে।
ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবিরুল ইসলাম বলেন, মোহাম্মাদ মামুনকে হত্যার অভিযোগে দুলাভাই মো. হাসানকে রবিবার রাতে ইপিজেড এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার (১৩ জুন) তাকে আদালতে পাঠানো হবে।
পূর্বকোণ/এএস/এসি