চট্টগ্রাম শনিবার, ২৫ মার্চ, ২০২৩

সর্বশেষ:

১১ জুন, ২০২২ | ৩:২৬ অপরাহ্ণ

রাজস্থলী সংবাদদাতা

রাঙামাটিতে অস্ত্রসহ দুই জেএসএস কর্মী গ্রেপ্তার

রাঙামাটির রাজস্থলীতে অস্ত্রসহ দুই জেএসএস কর্মীকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। গ্রেপ্তাররা হলেন- সদর থানার মৃত বিরো কুমার তনচংগ্যার ছেলে খোকা মোহন তনচংগ্যা (৪০) ও বাঘাইছড়ির মৃত ছুরা মেরিয়া চাকমার ছেলে সুমন চাকমা (৩৫)।

শুক্রবার (১০ জুন) রাত ১০টায় বাঙ্গালহালিয়ার কাঁকড়াছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার চৌধুরী।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে বাঙ্গালহালিয়া থেকে দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। দু’জনই জেএসএস (সন্তু লারমা) দলের কালেক্টর। এ সময় তাদের কাছ থেকে একটি এলজি ও ৪ রাউন্ড কার্তুজ জব্দ করা হয়। শনিবার চন্দ্রঘোনা থানায় মামলা দায়েরের পর তাদের জেলা আদালতে পাঠানো হয়েছে।

 

পূর্বকোণ/এএস/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট