চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ফুটপাত দখল করে সাইকেল বিক্রি, ৭ ব্যবসায়ীকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

৭ জুন, ২০২২ | ১০:০২ অপরাহ্ণ

ফুটপাত দখল করে সাইকেল রেখে ব্যবসা পরিচালনার অপরাধে ৭ ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৭ জুন) সদরঘাট থানার অমর চাঁদ রোডের সাইকেল বিক্রেতাদের এই জরিমানা করেন নিবার্হী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ।

চসিকের জনসংযোগ কর্মকর্তা কালাম চৌধুরী জানান, সদরঘাট থানার অমর চাঁদ রোডের সাইকেল বিক্রেতাদের জরিমানা ছাড়াও অন্য এক অভিযানে নগরের লালখান বাজার এলাকায় রাস্তা ও ফুটপাত দখল করে ব্যবসার অপরাধে ৯ ব্যক্তির বিরুদ্ধে মামলাসহ ৩০ হাজার টাকা জরিমানা করেন চসিকের স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন।

অভিযান পরিচালনাকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

 

পূর্বকোণ/রাজীব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট