চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

আই অব সিএমপি খুঁজে দিলো যাত্রীর হারানো ব্যাগ

নিজস্ব প্রতিবেদক

৫ জুন, ২০২২ | ১১:৪০ অপরাহ্ণ

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের( সিএমপি) ‘আই অব সিএমপি’ এবং ‘আমার গাড়ি নিরাপদ’ ডাটাবেজের মাধ্যমে সিএনজি ট্রাক্সির ফিরে পেলেন হারানো ব্যাগ।

 

রবিবার (৫ জুন) দুপুর ২টার সময় টেরিবাজার থেকে সিএনজি যোগে টাইগার পাস মোড়ে আসেন মোহাম্মদ জসিম উদ্দিন নামের এক যাত্রী। এসময় তার নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্রসহ ব্যাগটি সিএনজিতে ফেলে নেমে যান। পথিমধ্যে স্ত্রী সন্তানসহ আমবাগান যাওয়ার পথে তার ব্যাগের কথা মনে পড়লে তিনি কোতোয়ালী থানায় গিয়ে অভিযোগ করেন।

 

অভিযোগ প্রাপ্তির পর কোতোয়ালী থানার এসআই মো. মোমিনুল হাসান তার টিম নিয়ে ঘটনাস্থল ও আশপাশ এলাকার ‘আই অব সিএমপি’র অধীনে থাকা একাধিক সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে সিএনজিটি সনাক্ত করেন।

 

পরবর্তীতে ‘আমার গাড়ি নিরাপদ’ ডাটাবেজের মাধ্যমে সিএনজির মালিক এবং ড্রাইভারের তথ্য সংগ্রহ করেন মোহাম্মদ জসিম উদ্দিনের সিএনজিতে ফেলে যাওয়া ব্যাগটি  জিনিসপত্র সহ উদ্ধার করেন। পরে আজ সন্ধ্যা সাড়ে সাতটার সময় হারানো ব্যাগটি  মোহাম্মদ জসিম উদ্দিনের নিকট হস্তান্তর করেন পুলিশ।

 

পূর্বকোণ/রাজীব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট