৫ জুন, ২০২২ | ৮:২৯ অপরাহ্ণ
বোয়ালখালী সংবাদদাতা
চট্টগ্রামের বোয়ালখালীতে বিদ্যুৎস্পৃষ্টে রণি সর্দ্দার (৩৫) নামে এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। রবিবার বিকেল ৫টার দিকে উপজেলার শাকপুরা চৌমুহনী বাজারে এ ঘটনা ঘটে।
নিহত রণি সর্দ্দার পটিয়া উপজেলার কচুয়াই গ্রামের রণজিত সর্দ্দারের ছেলে।
স্থানীয়রা জানায়, রবিবার বিকেলে প্রতিদিনের মতো মাছ ব্যবসার জন্য বাজারে আসেন রণি। বাজারে তার মাছের দোকানে বৈদ্যুতিক লাইনে সমস্যা দেখা দিলে রণি তা সারানোর চেষ্টা করেন। এমন সময় বৈদ্যুতিক তার ছিঁড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি পার্শ্ববর্তী ড্রেনে ছিটকে পড়েন। বাজারের ব্যবসায়ীরা তাকে উদ্ধার করে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে হাসপাতালের কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
পূর্বকোণ/বাবর/মামুন/পারভেজ