চট্টগ্রাম বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

গুরুতর আহতদের সেনাবাহিনীর হেলিকপ্টারে ঢাকায় আনা হচ্ছে : আইএসপিআর

অনলাইন ডেস্ক

৫ জুন, ২০২২ | ১:৫০ অপরাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ডে কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনায় গুরুতর আহতদের চিকিৎসার জন্য সেনাবাহিনীর হেলিকপ্টারে করে ঢাকায় আনা হচ্ছে বলে জানিয়েছেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।

রবিবার (৫ জুন) দুপুরে এ তথ্য জানানো হয়।

এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় সেনাবাহিনীর ২৫০ সদস্য উদ্ধারকাজে যোগ দিয়েছেন বলে জানা গেছে।

সবশেষ তথ্য অনুযায়ী অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। এর মধ্যে সাতজন ফায়ার সার্ভিসের কর্মী রয়েছেন। অগ্নিকাণ্ডে দগ্ধ হয়েছেন চার শতাধিক। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট কাজ করছে।

পূর্বকোণ/এস

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট