চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

মাদক মামলায় চট্টগ্রামে একজনের ৬ বছরের কারাদণ্ড

আদালত প্রতিবেদক

২ জুন, ২০২২ | ৮:৪৪ অপরাহ্ণ

মাদক মামলার রায়ে আদালত এক আসামির ছয় বছর সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৬ মাস কারাদণ্ডাদেশ দিয়েছেন। বৃহস্পতিবার (২ জুন) চট্টগ্রাম চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঞাঁ এ রায় দেন।

আসামি মো. হাসান (২৪) টেকনাফ হোয়াইক্ষ্যং ইউনিয়নের নয়াপাড়া এলাকার জনৈক আব্দুল হকের ছেলে। তিনি জামিনে গিয়ে পলাতক রয়েছেন।

আদালত সূত্র জানায়, ২০১৮ সালের ২৩ জুন নগরীর কোতোয়ালী থানার কাজীর দেউড়ি নুর আহমদ রোডের ফুটপাত থেকে আসামিকে ২ হাজার ৫শ ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মাদক দ্রুত নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মো. শাকিলার রহমান কোতোয়ালী থানায় আসামির বিরুদ্ধে মামলা করেন। তদন্ত কর্মকর্তা একই বছর ৩১ জুলাই আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। ৬ জনের সাক্ষ্য গ্রহণের পর আদালত এ রায় দেন। আদালতের পেশকার ফুয়াদ হাসান পূর্বকোণকে এ তথ্য নিশ্চিত করেন।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট