১ জুন, ২০২২ | ১০:৪৭ পূর্বাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার এরাবিয়ারের ফ্লাইটে আসা যাত্রীর কাছ থেকে ৩৪টি স্বর্ণের বারসহ ১৪টি স্বর্ণের চেইন উদ্ধার করা হয়েছে। যার বাজার মূল্য প্রায় ৩ কোটি ২০ লাখ টাকা বলে জানা যায়।
বুধবার (১ জুন) সকালে শারজাহ থেকে চট্টগ্রামে আসা এরাবিয়া এয়ারলাইন্সের যাত্রী সাইফুল ইসলামের কাছ থেকে এগুলো জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার ফরহাদ হোসেন ।
তিনি জানান, শুল্ক গোয়েন্দারা গোপন সংবাদের ভিত্তিতে নজরদারিতে ছিলেন। এ সময় শারজাহ থেকে আসা ফ্লাইটের যাত্রীর কাছ থেকে ৩৪টি স্বর্ণের বারসহ ১৪টি স্বর্ণের চেইন, মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
পূর্বকোণ/এসি