চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

এসপি থেকে ডিআইজি হলেন চট্টগ্র্রামের দুই পুলিশ কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক

৩১ মে, ২০২২ | ৮:০১ অপরাহ্ণ

পুলিশ সুপার (এসপি) থেকে  অতিরিক্ত ডিআইজি হিসেবে পদোন্নতি পেয়েছেন চট্টগ্রামের দুই পুলিশ কর্মকর্তা। মঙ্গলবার (৩১ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের (পুলিশ শাখা-১) উপ-সচিব ধনঞ্জয় কুমার দাসের সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

পদোন্নতি প্রাপ্তরা হলেন : চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার মো. হাসান বারী নূর ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. আমির জাফর।

জারিকৃত প্রজ্ঞাপনে বলা হয়, এই আদেশ নতুন কর্মস্থলে যোগদানের তারিখ থেকে কার্যকর হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব বরাবর সরাসরি বা ই-মেইলের মাধ্যমে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের নতুন কর্মস্থলে যোগদানের বিষয়ে চিঠি পাঠাতে হবে।

উল্লেখ্য, জারিকৃত প্রজ্ঞাপনে সারাদেশে পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ৪৩ জন কর্মকর্তাকে অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) হিসেবে পদোন্নতি দেয়া হয়েছে। 

 

পূর্বকোণ/রাজীব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট