৩১ মে, ২০২২ | ৫:২৫ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামে হাটহাজারীর হালদা নদীতে অভিযান চালিয়ে ৩ হাজার মিটার জাল জব্দ করেছে নৌ-পুলিশ।
মঙ্গলবার (৩১ মে) সকাল ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত অভিযানে নদীর মোহনা ও কচুখাইন এলাকা থেকে অবৈধ এসব জাল উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম মিজানুর রহমান।
তিনি বলেন, মঙ্গলবার সকালে আড়াই ঘন্টার অভিযানে হালদা নদী থেকে তিন হাজার মিটার অবৈধ জাল উদ্ধার করা হয়েছে। পরে জব্দ জাল পুুড়িয়ে ধ্বংস করা হয়।
পূর্বকোণ/এস/পারভেজ