চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

সীতাকুণ্ডে লাইসেন্সবিহীন দুই ডায়াগনস্টিক সেন্টার বন্ধ, ল্যাবকে জরিমানা

সীতাকুণ্ড সংবাদদাতা

২৯ মে, ২০২২ | ৯:৪৪ অপরাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ডে লাইসেন্সবিহীন দুইটি ডায়াগনোস্টিক সেন্টারকে বন্ধ করা হয়েছে। জরিমানা করা হয়েছে আরও দুই ল্যাবকে।

রবিবার (২৯ মে) দুপুর থেকে বিকাল পর্যন্ত অভিযান চালিয়ে এ জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহাদাত হোসেন।

তিনি বলেন, সীতাকুণ্ডে কোন ডায়াগনস্টিক সেন্টার সংশ্লিষ্ট দপ্তরের অনুমোদন ছাড়াই কার্যক্রম পরিচালনা করছিলো কিনা তা খতিয়ে দেখতে রবিবার দুপুর সাড়ে ১২টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ৬টি ডায়াগনোস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে কুমিরা সি-ভিউ ল্যাব সেন্টার ও হেলথ প্লাস ডায়াগনোস্টিক সেন্টারের কোনরকম অনুমোদন না থাকায় এ দুটি বন্ধ করে দেয়া হয়।

তিনি আরও বলেন, এছাড়া কিছু কিছু নথিপত্র না থাকাসহ বিভিন্ন কারণে ভাটিয়ারী এলাকার লাইভ সেভার ডায়াগনস্টিক সেন্টার ও হেলথ ভিউ ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয় এবং ১৫ দিনের মধ্যে নথিপত্র ঠিক করে আনার জন্য নির্দেশনা প্রদান করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো নুর উদ্দিন রাশেদ জানান, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক উপজেলার ল্যাব-ডায়াগনোস্টিক সেন্টার ও বেসরকারি বিভিন্ন হাসপাতালে অভিযান পরিচালনা করা হচ্ছে। এই অভিযান অব্যহত থাকবে।

 

পূর্বকোণ/সৌমিত্র/মামুন/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট