চট্টগ্রাম সোমবার, ২৯ মে, ২০২৩

২৯ মে, ২০২২ | ২:৪৪ অপরাহ্ণ

রাজস্থলী সংবাদদাতা

রাঙামাটিতে পাচারের সময় ৮ লাখ টাকার কাঠ জব্দ

রাঙামাটির রাজস্থলীতে পাচারের সময় বেশকিছু সেগুন, গোলকাঠ ও রদ্দা জব্দ করেছে সেনাবাহিনী। এ সময় পাচারকাজে ব্যবহৃত পিকআপও জব্দ করা হয়েছে।

শনিবার (২৮ মে) রাত ৯টায় উপজেলার গাইন্দ্যা ইউনিয়নের ছাইংখংপাড়া এবং বাঙালহালিয়ার ধলিয়াপাড়া থেকে এসব কাঠ জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বান্দরবান পাল্পউড বন বিভাগের স্টেশন কর্মকর্তা কামাল উদ্দিন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে রাঙামাটির বাঙালহালিয়া বাজারে অভিযান চালানো হয়। এ সময় গাছ পাচারকালে একটি পিকআপ আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে ওই গাড়ি থেকে বেশকিছু সেগুন, গোলকাঠ ও রদ্দা জব্দ করা হয়। এসব কাঠের আনুমানিক মূল্য ৮ লাখ টাকা। অভিযান অব্যাহত থাকবে।

পূর্বকোণ/এস/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট