২৯ মে, ২০২২ | ৯:৫৩ পূর্বাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
বিশ্বের অন্যান্য দেশের মত চট্টগ্রামেও যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস।
রবিবার (২৯ মে) সকাল ৮টায় বাংলাদেশ বিমান বাহিনীর চট্টগ্রাম জহুরুল হক ঘাঁটির ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয় পিস কিপার্স ডে রান-২০২২।
বাংলাদেশ বিমান বাহিনীর চট্টগ্রাম জহুরুল হক ঘাঁটির অধিনায়ক এয়ার ভাইস মার্শাল মু. কামরুল ইসলাম প্যারেড মাঠে বেলুন, ফেস্টুন ও কবুতর উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি সরোয়ার হোসেন খান।
পরে প্যারেড মাঠ থেকে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালনে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি বিমান বন্দর সড়ক প্রদক্ষিণ করে শাহিনী গলফ ক্লাবে গিয়ে শেষ হয়।
অনুষ্ঠানে সশস্ত্র বাহিনী ও বাংলাদেশ পুলিশের প্রতিনিধি, বাংলাদেশে জাতিসংঘের সংস্থাসমূহের প্রতিনিধি, শিক্ষার্থীসহ প্রায় সাড়ে ৩শ জন উপস্থিত ছিলেন। এছাড়া অনুষ্ঠানে অংশ নেন জাতিসংঘ শান্তি মিশনে অংশ নেয়া ৬০ জন বিমান বাহিনীর সদস্যও।
পূর্বকোণ/মামুন/এসি