চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

প্রলোভনে রোহিঙ্গা শিশুকে ধর্ষণ, টেকনাফে দুইজন গ্রেপ্তার

টেকনাফ সংবাদদাতা

২৮ মে, ২০২২ | ১০:৫৬ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফের উঞ্চিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পে শিশু ধর্ষণের অভিযোগে দুই রোহিঙ্গাকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (২৮ মে) রাত ১টায় হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং ক্যাম্পের ডি ব্লকের পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

গ্রেপ্তার রোহিঙ্গারা হলেন- উনচিপ্রাং ক্যাম্পের ব্লক-এ/৩ এর ইমাম হোসেনের ছেলে মোহাম্মদ ইউনুছ (৩০) ও ব্লক-ডি/৩ এর শামসু আলমের ছেলে নুরুল বশর (১৪)।

বিষয়টি নিশ্চিত করেন ১৬ এপিবিএন এর অধিনায়ক পুলিশ সুপার তারিকুল ইসলাম। পূর্বকোণকে তিনি বলেন, শুক্রবার সকাল সাড়ে ১০টায় উনচিপ্রাং ক্যাম্প-২৩ এর ব্লক-ডি/৩ এর বাসিন্দা ৮ বছরের এক রোহিঙ্গা শিশুকে প্রলোভন দেখিয়ে ধর্ষন করে পালিয়ে যায় দুই ব্যক্তি। বিকেলে ঘরে এসে তার মাকে ঘটনা বর্ণনা করে শিশুটি। পরে শিশুটির মা রাত ৯টায় বিষয়টি অভিহিত করে এপিবিএন সদস্যদের।

তিনি আরও বলেন, রাত পৌনে ১টার দিকে উনচিপ্রাং ক্যাম্পের কাঁটা তারের বেষ্টনি সংলগ্ন পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। শিশুটিকে ক্যাম্প অভ্যান্তরে এমএসএফ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কুতুপালং হাসপাতালে প্রেরন করা হয়েছে।

 

পূর্বকোণ/কাশেম/মামুন/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট