চট্টগ্রাম মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

জনগণের তথ্য অধিকার নিশ্চিতের আহ্বান

নিজস্ব প্রতিবেদক

২৮ মে, ২০২২ | ৩:৫০ অপরাহ্ণ

তথ্যের অবাধ প্রবাহ ও জনগণের তথ্য অধিকার নিশ্চিত এবং সচেতনতা বৃদ্ধিতে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। তথ্য অধিকারবিষয়ক এক সেমিনারের এ আহ্বান জানানো হয়।

শনিবার (২৮ মে) সকালে নগরীর আগ্রাবাদ সড়ক ভবন মিলনায়তনে এক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সড়ক পরিবহন মহাসড়ক বিভাগের যুগ্ম সচিব মো. আনিসুর রহমান। চট্টগ্রাম সড়ক জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আতাউর রহমানের সভাপতিত্বে সেমিনারে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপ সচিব মো. আবু নাছের, তত্ত্ববধায়ক প্রকৌশলী মো. জাহেদ হোসেন বক্তব্য রাখেন।

সেমিনারে বিআরটিসি, বিআরটিএ, সড়ক বিভাগ, শিক্ষকসহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট