চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

প্রতীক বরাদ্দ পেয়েছেন ৭৮ চেয়ারম্যান প্রার্থী

নিজস্ব সংবাদদাতা, বাঁশখালী

২৮ মে, ২০২২ | ১:৫০ অপরাহ্ণ

আগামী ১৫ জুন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে উৎসবমুখর পরিবেশে প্রার্থীরা রিটার্নিং অফিসারের কাছ থেকে প্রতীক সংগ্রহ করেছেন। ১৪ ইউনিয়নের চেয়ারম্যান ৭৮ জন, সংরক্ষিত মহিলা ১৬৩ জন, সাধারণ পুরুষ ৫৯২ জন প্রার্থী প্রতীক বরাদ্দ পেয়েছেন।

গতকাল (শুক্রবার) নির্বাচন অফিস ও অফিসার্স ক্লাব রিটার্নিং অফিসার কার্যালয় হতে প্রার্থীরা প্রতীক সংগ্রহ করেন। দিনভর উপজেলা পরিষদ এলাকায় ছিল উৎসবমুখর পরিবেশ ও লোকে লোকারণ্য। শীলকূপ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন প্রতীক বরাদ্দ পেয়েছেন। তম্মধ্যে কায়েশ সরোয়ার সুমন ( নৌকা), মিজানুর রহমান ( মোটরসাইকেল), মো. মহসিন (অটোরিকশা), মাওলানা জাফর আহমদ (চশমা), মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (আনারস)। সংরক্ষিত মহিলা ৮ জন, সাধারণ পুরুষ ৩৭ জন প্রতীক বরাদ্দ পেয়েছেন। কাথরিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন প্রতীক বরাদ্দ পেয়েছেন। মোহাম্মদ ইবনে আমিন ( নৌকা), শাহজাহান চৌধুরী (ঘোড়া), মো. জয়নাল আবেদীন চৌধুরী (অটোরিকশা), সেলিনা আক্তার শেলী (আনারস), আরিফুল ইসলাম চৌধুরী (মোটরসাইকেল)। সংরক্ষিত মহিলা আসন ১৩ জন, সাধারণ পুরুষ ৩৮ জন প্রতীক বরাদ্দ পেয়েছেন।

বাহারছড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন প্রতীক বরাদ্দ পেয়েছেন। তাজুল ইসলাম (নৌকা), রেজাউল করিম চৌধুরী (অটোরিকশা), এম. বখতেয়ার উদ্দিন চৌধুরী (চশমা), মোহাম্মদ লোকমান (আনারস), মুজিবুর রহমান চৌধুরী ( মোটরসাইকেল)। সংরক্ষিত মহিলা ১২ জন, সাধারণ পুরুষ ৪৪ জন প্রতীক বরাদ্দ পেয়েছেন।

কালীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬ জন প্রতীক বরাদ্দ পেয়েছেন। আ.ন.ম শাহাদত আলম (নৌকা), আমিনুর রহমান চৌধুরী (মোটরসাইকেল), মোহাম্মদ খালেকুজ্জামান (ঘোড়া), মোহাম্মদ রহিম উদ্দিন (অটোরিকশা), মোহাম্মদ নোমান (আনারস), কায়ছার হামিদ (টেলিফোন)। সংরক্ষিত মহিলা ১২ জন, সাধারণ পুরুষ ৪২ জন প্রতীক বরাদ্দ পেয়েছেন। পুঁইছড়ি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৯ জন প্রতীক বরাদ্দ পেয়েছেন। জাকের হোসেন চৌধুরী (নৌকা), রেজাউল আজিম চৌধুরী (টেবিল ফ্যান), মো. তারেকুর রহমান (অটোরিকশা), মোহাম্মদ সোলাইমান (ঢোল), মুজিবুল হক (চশমা), তফাজ্জল হোসেন চৌধুরী (মোটরসাইকেল), কবির আহমদ ( ঘোড়া), সাকের উল্লাহ (ডাব), নুর মোহাম্মদ ফরহাদুল আলম (আনারস)। সংরক্ষিত মহিলা ১৫, সাধারণ পুরুষ ৪১ জন প্রতীক বরাদ্দ পেয়েছেন।

ছনুয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭ জন প্রতীক বরাদ্দ পেয়েছেন। মুজিবুর রহমান (নৌকা), রেজাউল হক চৌধুরী (চশমা), মোহাম্মদ হারুনুর রশিদ (মোটরসাইকেল), আনিছুল হক চৌধুরী (অটোরিকশা), সাজ্জাদুল হক (ডাব), আমিরুল হক চৌধুরী (আনারস), মো. আলমগীর কবির (ঘোড়া)। সংরক্ষিত মহিলা ১৪ জন, সাধারণ পুরুষ ৪৯ জন প্রতীক বরাদ্দ পেয়েছেন। বৈলছড়ী ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন প্রতীক বরাদ্দ পেয়েছেন। কফিল উদ্দীন চৌধুরী (নৌকা), মোহাম্মদ ইব্রাহিম (অটোরিকশা), আব্দুল ওয়াহাব (আনারস), মোহাম্মদ ইউসুফ (চশমা), মনছুর আলম ( মোটরসাইকেল)। সংরক্ষিত মহিলা ৯ জন, সাধারণ পুরুষ ৩৭ জন প্রতীক বরাদ্দ পেয়েছেন। সরল ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন প্রতীক বরাদ্দ পেয়েছেন। রশিদ আহমদ চৌধুরী (নৌকা), জাফর আহমদ (অটোরিকশা), মিজানুর রহমান চৌধুরী (চশমা), লিয়াকত আলী তালুকদার (মোটরসাইকেল), মোহাম্মদ সালাহ্ উদ্দীন কাদের (আনারস)। মহিলা সংরক্ষিত ১৪ জন, সাধারণ পুরুষ ৫৩ জন প্রতীক বরাদ্দ পেয়েছেন।

চাম্বল ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জন প্রতীক বরাদ্দ পেয়েছেন। মুজিবুল হক চৌধুরী (নৌকা), ফজলুল কাদের (আনারস), এরশাদুর রহমান ( মোটরসাইকেল), সাহেদা বেগম নুরী (চশমা)। মহিলা সংরক্ষিত ৯ জন, সাধারণ পুরুষ ৪৪ জন। পুকুরিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩ জন প্রতীক বরাদ্দ পেয়েছেন। আসহাব উদ্দিন (আনারাস), বোরহান উদ্দিন (নৌকা), আকতার হোছাইন ( মোটরসাইকেল)। সংরক্ষিত মহিলা ১১ জন, সাধারণ পুরুষ ৩৪ জন প্রতীক বরাদ্দ পেয়েছেন।

সাধনপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন প্রতীক বরাদ্দ পেয়েছেন। মহিউদ্দীন চৌধুরী খোকা ( নৌকা), চৌধুরী মোহাম্মদ আশেক এলাহী সোহেল (আনারস), খোন্দকার সালাউদ্দিন কামাল (অটোরিকশা), আহসান উল্লাহ চৌধুরী (মোটর সাইকেল), আরিফ উল্লাহ চৌধুরী ( টেবিল ফ্যান)। সংরক্ষিত মহিলা ১১ জন, সাধারণ পুরুষ ৪৭ জন প্রতীক বরাদ্দ পেয়েছেন।

 

খানখানাবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭ জন প্রতীক বরাদ্দ পেয়েছেন। মোহাম্মদ জসিম উদ্দিন হায়দার (নৌকা), জাহেদুল হক (অটোরিকশা), ইসরাত জাহান পিনন (দুটি পাতা), ওয়াজেদ মোহাম্মদ (ঘোড়া), আকবর হোসেন (চশমা), নজরুল ইসলাম চৌধুরী (আনারস), জিয়াউল হক চৌধুরী ( মোটর সাইকেল)। সংরক্ষিত মহিলা ১০ জন, সাধারণ পুরুষ ৪১ জন প্রতীক বরাদ্দ পেয়েছেন।

শেখেরখীল ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬ জন প্রতীক বরাদ্দ পেয়েছেন। মোহাম্মদ ইয়াছিন (নৌকা), ফজলুল কাদের চৌধুরী (অটোরিকশা), মোরশেদুল ইসলাম ফারুকী (চশমা), শেখ মোহাম্মদ ফজলুল কবির চৌধুরী ( মোটরসাইকেল), আতাউর রহমান (ঘোড়া), আজিজুর রহমান (আনারস)। সংরক্ষিত মহিলা ১১, সাধারণ পুরুষ ৩৫ জন প্রতীক বরাদ্দ পেয়েছেন।

গণ্ডামারা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬ জন প্রতীক বরাদ্দ পেয়েছেন। মোহাম্মদ শিহাবুল হক সিকদার (নৌকা), মোহাম্মদ লেয়াকত আলী (আনারস), মোহাম্মদ সেলিম উল্লাহ (অটোরিকশা), মো. আজিজুল হক (মোটরসাইকেল), জেয়াসমিন আক্তার (টেলিফোন), মোহাম্মদ দিদার হোছাইন (চশমা)। সংরক্ষিত মহিলা ১৪ জন, সাধারণ পুরুষ ৫০ জন প্রতীক বরাদ্দ পেয়েছেন।

বাঁশখালী নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ ফয়সাল আলম জানান, শান্তিপূর্ণভাবে বাঁশখালী ১৪ ইউনিয়নের প্রার্থীদের আচরণবিধি মেনে নির্বাচনী প্রচারণা চালানোর জন্য বলা হয়েছে। দুপুর ২ টা থেকে রাত ৮ টা পর্যন্ত প্রচারণা চলবে।

পূর্বকোণ/এস

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট