চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

ইন্টারভেনশন কার্ডিওলজি বিষয়ক সেমিনারে বক্তারা

হৃদরোগের চিকিৎসার জন্য এখন আর ছুটতে হয় না ঢাকায়

নিজস্ব প্রতিবেদক

২৮ মে, ২০২২ | ১২:০২ পূর্বাহ্ণ

রাজধানী ঢাকার পর সবচেয়ে বেশি কার্ডিওলজির ইন্টারভেনশন (এনজিওগ্রাফি, এনজিওপ্লাস্টি, ভালভুলার, ইন্টারভেনশনস, পেসমেকার ইমপ্লান্টেশন ইত্যাদি) সেবা প্রদান করা হচ্ছে চট্টগ্রামেই।

একসময় হৃদরোগের জটিল সমস্যা নিয়ে এ অঞ্চলের মানুষ রাজধানীতে ছুটতে হলেও এখন সহজেই সেবা মিলছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। চট্টগ্রামে প্রথম করোনারি ইন্টারভেনশন ও লাইভ কেস ট্রান্সমিশন কনফারেন্সে হৃদরোগ বিশেষজ্ঞরা এসব কথা বলেন।

গত বৃহস্পতিবার বিকেলে নগরীর পাঁচতারকা রেডিসন ব্লুতে আয়োজিত এ কনফারেন্সে রাজধানীর বিভিন্ন হাসপাতালের ৩৫ জন হৃদরোগ বিশেষজ্ঞসহ চট্টগ্রাম অঞ্চলের প্রায় শতাধিক কার্ডিওলজিস্ট অংশ নেন।

বক্তারা বলেন, কার্ডিয়াক চিকিৎসায় বাংলাদেশ অনেক এগিয়েছে। ঢাকার জাতীয় হৃদরোগ কিংবা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিশেষায়িত অনেকগুলো হাসপাতালে হৃদরোগের পুর্ণাঙ্গ চিকিৎসা সেবা হয়ে থাকে। রাজধানীর বাইরে একমাত্র চট্টগ্রামই হচ্ছে যেখানে হৃদরোগের সেবা কার্যক্রম অনেকদূর এগিয়েছে। একসময়ে ইন্টারভেনশন কার্ডিলজির জন্য চট্টগ্রামের মানুষ ঢাকায় ছুটতে হলেও এখন আর হচ্ছে না। চট্টগ্রামেই হৃদরোগের জটিল চিকিৎসা মিলছে।

চমেক হাসপাতালের হৃদরোগ বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ডা. আশীষ দে’র সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের (এনআইসিভিডি) পরিচালক অধ্যাপক ডা. মীর জামাল উদ্দিন।

বিশেষ অতিথি ছিলেন চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম আহসান, চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সাহেনা আক্তার।

চমেক হাসপাতালের হৃদরোগ বিভাগের সহকারী অধ্যাপক ডা. রিজোয়ান রেহানের সঞ্চালনায় সেমিনারে বক্তব্য রাখেন চমেক হাসপাতালের হৃদরোগ বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. প্রবীর কুমার দাশ, ডা. মঞ্জুর মোরশেদ, ডা. মাহবুবুর রহমান, ডা. এম এ রউফ।

চমেক হাসপাতালের হৃদরোগ বিভাগের রেজিস্টার রাজীব দে’র সার্বিক ব্যবস্থাপনায় সেমিনারে আরও বক্তব্য রাখেন সিনিয়র কনসালটেন্ট ডা. আবুল হোসেন শাহীন, ডা. নুরুল আলম, কাজল কান্তি কর্মকার প্রমুখ।
কনফারেন্সে বিভিন্ন খ্যাতনামা ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট বিশেষজ্ঞসহ অন্যান্য চিকিৎসকগণ বৈজ্ঞানিক প্রবন্ধ ও কেস স্ট্যাডি উপস্থাপন করেন। তাছাড়া লাইভ ইন্টারভেনশন কেস দেখানো হয় বিশেষজ্ঞ হৃদরোগ চিকিৎসকদের।

 

পূর্বকোণ/মামুন/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট