চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

নিষেধাজ্ঞা অমান্য করে সাগরে মাছ শিকার, প্রায় ২ লাখ মিটার জাল জব্দ

টেকনাফ সংবাদদাতা

২৭ মে, ২০২২ | ৯:৫৫ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফে নিষেধাজ্ঞা অমান্য করে সাগরে মাছ শিকার করার দায়ে ১ লাখ ৯০ হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মে) দিনগত রাত থেকে শুক্রবার সকাল ৭টা পর্যন্ত উপজেলার বিভিন্ন মাছ ঘাটে অভিযান চালিয়ে এসব জাল জব্দ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পারভেজ খসরু ।

টেকনাফ সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, সামুদ্রিক মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন ও সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণের জন্য ২০ মে হতে ২৩ জুলাই পর্যন্ত মোট ৬৫ দিন সমুদ্রে সকল প্রকার মৎস্য নৌযান কর্তৃক মৎস্য আহরণ কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। এ উপলক্ষ্যে অভিযান পরিচালনা করা হয়েছে। জব্দকৃত জাল প্রকাশ্যে জনসম্মুখে ধ্বংস করা হয়েছে। এ অভিযানে বাংলাদেশ কোস্টগার্ড বাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার মো. আনোয়ার উপস্থিত ছিলেন।

 

পূর্বকোণ/কাশেম/মামুন

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট