চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

শনিবার থেকে চারদিন চট্টগ্রামের যেসব স্থানে বিদ্যুৎ থাকবে না

অনলাইন ডেস্ক

২৭ মে, ২০২২ | ৮:০৯ অপরাহ্ণ

শনিবার থেকে পরবর্তী চারদিন চট্টগ্রামের বিভিন্ন স্থানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ উন্নয়ন, জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য আগামী চরদিন অর্থাৎ ২৮, ২৯, ৩০ ও ৩১ মে নিম্নোক্ত স্থান ও সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে শুক্রবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে চট্টগ্রাম বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। বিজ্ঞপ্তিতে জানানো হয়, জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য চট্টগ্রামের ফৌজদারহাট, রামপুর,কালুরঘাট, হালিশহর, বাকলিয়া, স্টেডিয়াম, আগ্রাবাদ, ষোলশহর, মাদারবাড়ি, হাটহাজারী ও পটিয়ার আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিদ্যুৎ সরবরাহ বন্ধের সময় ও স্থান:
২৮ মে ২০২২ (শনিবার)
সকাল ৯টা থেকে বিকেল ৫টা: বিতরণ বিভাগ পটিয়া এর আওতাধীন শিকলবাহা ১৩২/৩৩ কেভি গ্রীড উপকেন্দ্রের অধীন ৩৩ কেভি সিইউএফএল ফিডার।

সকাল ৮টা থেকে বিকেল ৪টা: বিক্রয় ও বিতরণ বিভাগ ফৌজদারহাট ও এর আওতাধীন ফৌজদারহাট-পাহাড়তলী ৩৩ কেভি লাইন এবং ফৌজদারহাট ৩৩/১১ কেভি উপকেন্দ্রের অধীন ১১ কেভি এফ-০১, এফ-০২, এফ-০৫ এবং এফ-০৬ নং ফিডার সমূহের আওতায় ফৌজদারহাট হইতে পাক্কার মাথা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পূর্ব পার্শ্বের সকল আবাসিক, বাণিজ্যিক ক্ষুদ্রশিল্প ও মধ্যমচাপ গ্রাহক, বে-ভিউ সিএনজি, ফৌজদারহাট ক্যাডেট কলেজ, বিআইটিআইডি হাসপাতাল, ফৌজদারহাট কেন্দ্রীয় ভান্ডার প্যাসিফিক জিন্স ।

সকাল ৮টা থেকে বিকেল ৪টা: বিক্রয় ও বিতরণ বিভাগ-রামপুর ও এর আওতাধীন ৩৩/১১ কেভি রামপুর উপকেন্দ্রের ফিডার নং-এইচ-০২ এর আওতায় মইন্যাপাড়া, বন্দর পুনর্বাসন আ/এ, নতুনপাড়া, নাথপাড়া, আব্বাসপাড়া (আংশিক), সুন্দরীপাড়া, পূর্ব সুন্দরীপাড়া, সিএসডি গোডাউন, মহিলা পলিটেকনিক, শারীরিক শিক্ষা কলেজ, বড় পোল, জি-ব্লক এর আশপাশ এলাকা।

সকাল ৭টা থেকে বিকেল ৩টা: বিক্রয় ও বিতরণ বিভাগ-রামপুর ও এর আওতাধীন রামপুর ৩৩/১১ কেভি উপকেন্দ্রের আওতাধীন ১১ কেভির ০২ নং ফিডার এর আওতায় পিসি রোড এপেক্স শো-রুমের পাশে জে ব্লক এর আশপাশ এলাকা।

সকাল ৭টা থেকে দুপুর ১টা: বিক্রয় ও বিতরণ বিভাগ-কালুরঘাট এর আওতাধীন মুরাদপুর-০১.০২ ও ০৮ নং ফিডার এর আওতায় বহদ্দার হাট, বহদ্দার বাড়ি, হারেস শাহ গলি, জঙ্গি শাহ লেন, আল মাদানী রোড, বড় গ্যারেজ, বাদুরতলা, আরাকান রোড, চান্দগাঁও, আ/এ এ-ব্লক, বি-ব্লক, চন্দ্রিমা আ/এ, মুরাদপুর-০৮ (ওয়াসা) এবং এর আশপাশ এলাকা।

২৮ মে ২০২২ (শনিবার)
সকাল ৭টা থেকে সকাল ৯টা: বিক্রয় ও বিতরণ বিভাগ-কালুরঘাট এর আওতাধীন কালুরঘাট-১৪ ও ১৬ নং ফিডার এর আওতায় আটগাছতলা, সালেহ আহমদ চৌধুরী বাড়ী, চররাঙ্গামাটিয়া, ওসামানিয়া পুলের গোড়ার আশপাশ এলাকা, ইউনেস্কো গ্রুপ এবং বিসিক এলাকার ওয়াসা পাম্প সমূহ।

সকাল ৯টা থেকে দুপুর ১২টা: বিক্রয় ও বিতরণ বিভাগ-কালুরঘাট ও এর আওতাধীন-কালুরঘাট ১১ ও ১৬ নং ফিডার এর আওতায় বিসিক শিল্প এলাকায় ১১ নং ফিডারের অংশ, বরিশাল বাজার, রিয়াজউদ্দিন উকিল রোড, কাশেম মার্কেট, কানু শাহ মাজার, ময়দার মিল, আফজাল মাঝির বাড়ি (আংশিক), ওয়াসা পাম্প ও আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকিবে।

দুপুর ১২টা থেকে দুপুর ২টা: বিক্রয় ও বিতরণ বিভাগ-কালুরঘাট ও এর আওতাধীন কালুরঘাট-০২ ও ১০ নং ফিডার এর আওতায় কালামিয়া স্কুল, টেক বাজারপোল, গাবতল, মৌলভীপুকুর পাড়, নাথপাড়া, খতিব বাড়ি, বিএসসি বাড়ি, নুরুজ্জামান নাজির বাড়ি, গোলাম আলী নাজির বাড়ি, চুনারটাল, তালুকদার বাড়ি, নুরুল ইসলাম সওদাগর বাড়ি, তালুকদার বাড়ি, পানি ফ্যাক্টরি, পাঠানিয়াগোদা, হামিদচর, একতার মোড়, শাহজী মাজার সংলগ্ন এলাকা, জ্বীনের বাড়ি ও পাশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকিবে।

সকাল ৭টা থেকে দুপুর ২টা: বিক্রয় ও বিতরণ বিভাগ-কালুরঘাট ও এর আওতাধীন ষোলশহর-০১ ও ০৭, অনন্যা ০২ ও ০৮ এবং মুরাদপুর-০৮ নং ফিডার এর আওতায় নয়ারহাট মোড়, হরিপুর, হিন্দুপাড়া, নাজরা পুকুর পাড়, ওয়াজেদিয়া মাদ্রাসা, হাশেম মেম্বার বাড়ি, সাইদুল্লাহপাড়া, শহিদনগর, বক্সসুনগর, হাজিপাড়া, আশেকান আউলিয়া ডিগ্রী কলেজ, আতুরার ডিপো, জাঙ্গালপাড়া, কসাইপাড়া রূপনগর আ/এ, এবং এভারকেয়ার হাসপাতাল সংলগ্ন এলাকা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকিবে।

সকাল ৮টা থেকে বিকেল ৪টা: বিক্রয় ও বিতরণ বিভাগ-হালিশহর ও এর আওতাধীন হালিশহর ১৩২/৩৩/১১ কেভি উপকেন্দ্রের অধীন ৩৩ কেভি হালিশহর টু বারাকা পতেঙ্গা পাওয়ার লিঃ লাইন এবং হালিশহর ৩৩/১১ কেভি উপকেন্দ্রের অধীন ১১ কেভি বারাকা পতেঙ্গা পাওয়ার লিঃ লাইন।

সকাল ৭টা থেকে সকাল ১০টা: বিক্রয় ও বিতরণ বিভাগ-বাকলিয়া ও এর আওতাধীন ৩৩/১১ কেভি কল্পলোক উপকেন্দ্রের বাকলিয়া-কল্পলোক ফিডার এর আওতায় কল্পলোক ৩৩/১১ কেভি উপকেন্দ্রের আওতাধীন সকল এলাকা (নাহার সিএনজি, কালামিয়া বাজার, মুজ্জাফর রোড, হাজী চাদ গাজী রোড, আবদুল লতিফ হাট, ডেপুটি রোড, ব্যাংক কলোনি, দারুল আমান আবাসিক, চেয়ারম্যানঘাটা, কল্লোলোক আবাসিক এলাকা, হাফেজ নগর, রাজাখালি, নোমান কলেজ, ক্ষেতচর, সৎসঙ্গ বিহার)।

সকাল ৭টা থেকে সকাল ১০টা: বিক্রয় ও বিতরণ বিভাগ-বাকলিয়া ও এর আওতাধীন ৩৩/১১ কেভি বাকলিয়া উপকেন্দ্রের বাকলিয়া ১১ কেভি এইচ-০৩ নং ফিডার এর আওতায় আহাদ কনভেনশন থেকে চান্দগাঁও থানা পর্যন্ত রাস্তার পূর্ব পাশ, শাহ ওয়ালিউল্লাহ আবাসিক, নূর নগর, সুরভী আবাসিক, চান্দা পুকুর পাড়, বড় কবরস্থান, পুলিশ বিট, ওয়াজের পাড়া।

সকাল ৭টা থেকে সকাল ১০টা: বিক্রয় ও বিতরণ বিভাগ-বাকলিয়া ও এর আওতাধীন ৩৩/১১ কেভি বাকলিয়া উপকেন্দ্রের বাকলিয়া ১১ কেভি এইচ-১৪ নং ফিডার এর আওতায় বাকলিয়া এক্সেস রোড মোড়, কালামিয়া বাজার পশ্চিম, দোতলা মসজিদ ও গলি, আলম কুটির, ফকির বাড়ি, বাইদ্দারটেক, ৫নং ব্রিজ, তুলাতলি, জামাই বাজার, রাজাখালি, নুতন ব্রিজ, মান্নান টাওয়ার (রিভার ভিউ)।

সকাল ৬টা থেকে দুপুর ২টা: বিক্রয় ও বিতরণ বিভাগ-স্টেডিয়াম ও এর আওতাধীন মুরাদপুর ৩৩/১১ কেভি উপকেন্দ্রের ১১ কেভি ফিডার কে-০৬ নং ফিডার এর আওতায় পাঁচলাইশ আ/এ, কাতালগঞ্জ আ/এ, ষোলকবহর, মুন্সী পুকুর পাড়, লাকী ফার্মেসী, আলমাদানী রোড, আহমেদ মিয়া প্রাইমারি স্কুল ও চট্টগ্রাম মেডিকেল কলেজ পূর্ব ও পশ্চিম গেট তৎসংলগ্ন এলাকাসমূহ।

সকাল ৭টা থেকে দুপুর ১২টা: বিক্রয় ও বিতরণ বিভাগ-আগ্রাবাদ ও এর আওতাধীন ১১ কেভি ফিডার নং এইচ-১৩ (আংশিক), এইচ-১৬ এবং এইচ-১৭ নং ফিডার এর আওতায় আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা ও আশপাশ এলাকা, আগ্রাবাদ শিশু পার্ক মার্কেট, ফরেস্ট কলোনি, নালা পাড়া বাজার, বেপারী পাড়া, ছোট পুল, বাদশা মিয়া ব্রিক ফিল্ড এলাকা, বড় পেলি, মনসুর মার্কেট, এক্সেস রোড, (উভয় পাশ), এল ব্লক পুলিশ লাইনস, শান্তিবাগ বশির মোঃ সড়ক, শান্তিবাগ ০৩.০৪.০৫ নং রোড, গুলবাগ ও আশপাশ এলাকা, সিডিএ রোড নং-০১ হইতে ২৯ নং রোড পর্যন্ত গোসাইলডাঙ্গা বেচা শাহা রোড, ইসলামীয়া ব্রিক ফিল্ড এলাকা ও আশপাশ এলাকা।

সকাল ৭টা থেকে বিকেল ৩টা: বিক্রয় ও বিতরণ বিভাগ- ষোলশহর ও এর আওতাধীন ৩৩ কেভি হাটহাজারী সার্কিট-০২ এবং ৩৩/১১ কেভি ষোলশহর উপকেন্দ্রের আওতাধীন ১১ কেভি ফিডার নং ষোল-০২.০৪.০৬.০৮ নং ফিডার এর আওতায় ক্যান্টনমেন্ট আন্ডারগ্রাউন্ড লাইন, খন্দকিয়া বাজার, খন্দকিয়া টেম্পু স্ট্যান্ড, মাজার গেট, ভূলিয়া পাড়া, বাথুয়া ও তৎসংলগ্ন এলাকাসমূহ, জালালাবাদ এলাকা হতে নতুন পাড়া পর্যন্ত শিল্প প্রতিষ্ঠান সমূহ, নতুন পাড়া, কাঠাল বাগান রোড, তুফানী রোড, চিকনদন্ডী, পূর্ব কুলগাঁও, কুলগাঁও আ/এ, বালুচড়া, বালুচড়া আ/এ, কাশেম ভবনসহ তৎসংলগ্ন এলাকা। ৩৩ কেভি হাটহাজারী সার্কিট-০২ বন্ধ থাকবে।

সকাল ৮টা থেকে বিকেল ৩টা: বিক্রয় ও বিতরণ বিভাগ-মাদারবাড়ী ও এর আওতাধীন মাদারবাড়ী ৩৩/১১ কেভি উপকেন্দ্রের ৩৩ কেভি আগ্রাবাদ-মাদারবাড়ী লাইন ১১ কেভি এইচ-০৫ ও এইচ-০৯ নং ফিডার এর আওতায় কদমতলী, শুভপুর বাস স্ট্যান্ড, কদমতলী পোড়া মসজিদ, ডিটি রোড, সুপারিওয়ালা পাড়া, ধনীওয়ালা পাড়া, দেওয়ান হাট ব্রীজের পূর্ব পাড়, পাঠানটুলী রোড, গায়েবী মসজিদের পূর্ব পাশ, কলাবাগান, বগুয়াপাড়া, দক্ষিণ পুকুর পাড়, পাঠানটুলী পূরবী হোটেলের সামনে, নাজির পোল দপ্তরী পাড়া, মোঘলটুলী বাজারের পূর্ব পাশ, বার কোয়াটার হইতে পশ্চিম মাদার বাড়ি, যুগী চাদ মসজিদ লেইন, আলম হোটেল এলাকা, প্রগতী বেকারি এলাকা, মেহের আলী চায়ের দোকান, ০২ নং গলি, লেংটা ফকির মাজার সংলগ্ন এলাকা, রশিদ মাস্টার লেইন, কমার্স কলেজের পূর্ব পাশ হতে পশ্চিম মাদার বাড়ি, এয়ার আলী মসজিদ লেন, নাজির পোল।

সকাল ৮টা থেকে বিকেল ৩টা: বিক্রয় ও বিতরণ বিভাগ-মাদারবাড়ী ও এর আওতাধীন বাংলাবাজার ৩৩/১১ কেভি উপকেন্দ্রের ৩৩ কেভি আগ্রাবাদ-মাদারবাড়ী লাইন ১১ কেভি বি-১২ ও বি-১৭ নং ফিডার এর আওতায় কালী বাড়ীর মোড়, সদরঘাট রোড সম্পূর্ণ ইসলামিয়া কলেজ, সাহেব পাড়া, উত্তর নালা পাড়া (আংশিক), দক্ষিণ নালা পাড়া (আংশিক), মাঝির ঘাট রোড (আংশিক), স্ট্যান্ড রোড (আংশিক) এবং বাদশা মিয়ার গলি।

সকাল ৮টা থেকে বিকেল ৪টা: বিক্রয় ও বিতরণ বিভাগ-হাটহাজারী এর আওতাধীন হাটহাজারী ৩৩/১১ কেভি উপকেন্দ্রের ১১ কেভি ফিডার নং ০৩ ও ০৪ এর আওতায় উপজেলা কমপ্লেক্স, কামাল পাড়া, ফটিকা, কাচারী রোড, হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্স, ত্রিবেণীর মোড়, মডেল থানা, মীরের হাট, আলীপুর চারিয়া ইত্যাদি এলাকাসমূহ।

২৯ মে ২০২২ (রবিবার)
সকাল ৭টা থেকে বিকেল ৩টা: বিক্রয় ও বিতরণ বিভাগ-রামপুর ও এর আওতাধীন রামপুর ৩৩/১১ কেভি উপকেন্দ্রের আওতাধীন ১১ কেভির ০৪ নং ফিডার এর আওতায় বসুন্ধরা ০৪ নং ও ০৫ নং রোডের আশপাশ এলাকা।

সকাল ৮টা থেকে বিকেল ৪টা: বিক্রয় ও বিতরণ বিভাগ-হালিশহর ও এর আওতাধীন হালিশহর ১৩২/৩৩/১১ কেভি উপকেন্দ্রের অধীন ৩৩ কেভি হালিশহর টু বারাকা পতেঙ্গা পাওয়ার লিঃ লাইন এবং হালিশহর ৩৩/১১ কেভি উপকেন্দ্রের অধীন ১১ কেভি বারাকা পতেঙ্গা পাওয়ার লিঃ লাইন।

৩০ মে ২০২২ ( সোমবার)
সকাল ৭টা থেকে বিকেল ৩টা: বিক্রয় ও বিতরণ বিভাগ-রামপুর এর আওতাধীন রামপুর ৩৩/১১ কেভি উপকেন্দ্রের আওতাধীন ১১ কেভির ১০ নং ফিডার এর আওতায় এল ব্লক মসজিদের পাশে বাস স্ট্যান্ড হতে গাউছিয়া পর্যন্ত ও আশপাশ এলাকা।

সকাল ৮টা থেকে বিকেল ৪টা: বিক্রয় ও বিতরণ বিভাগ-হালিশহর ও এর আওতাধীন হালিশহর ১৩২/৩৩/১১ কেভি উপকেন্দ্রের অধীন ৩৩ কেভি হালিশহর টু বারাকা পতেঙ্গা পাওয়ার লিঃ লাইন এবং হালিশহর ৩৩/১১ কেভি উপকেন্দ্রের অধীন ১১ কেভি বারাকা পতেঙ্গা পাওয়ার লিঃ লাইন।

সকাল ৯টা থেকে বিকেল ৫টা: বিতরণ বিভাগ-পটিয়া এর আওতাধীন শিকলবাহা ১৩২/৩৩ কেভি গ্রীড উপকেন্দ্রের অধীন ৩৩ কেভি সিইউএফএল ফিডার।

৩১ মে ২০২২ (মঙ্গলবার)
সকাল ৭টা থেকে বিকেল ৩টা: বিক্রয় ও বিতরণ বিভাগ-রামপুর ও এর আওতাধীন রামপুর ৩৩/১১ কেভি উপকেন্দ্রের আওতাধীন ১১ কেভির ০৫ নং ফিডার এর আওতায় আই ব্লক ১১ লেন সবুজবাগ এর আশপাশ এলাকা।

সকাল ৮টা থেকে বিকেল ৪টা: বিক্রয় ও বিতরণ বিভাগ-রামপুর ও এর আওতাধীন ৩৩/১১ কেভি রামপুর উপকেন্দ্রের ফিডার নং-এইচ-০২ এর আওতায় মইন্যাপাড়া, বন্দর পুনর্বাসন আ/এ, নতুনপাড়া, নাথপাড়া, আব্বাসপাড়া (আংশিক), সুন্দরীপাড়া, পূর্ব সুন্দরীপাড়া, সিএসডি গোডাউন, মহিলা পলিটেকনিক, শারীরিক শিক্ষা কলেজ, বড় পোল, জি-ব্লক এর আশপাশ এলাকা।

সকাল ৮টা থেকে বিকেল ৪টা: বিক্রয় ও বিতরণ বিভাগ-হালিশহর ও এর আওতাধীন হালিশহর ১৩২/৩৩/১১ কেভি উপকেন্দ্রের অধীন ৩৩ কেভি হালিশহর টু বারাকা পতেঙ্গা পাওয়ার লিঃ লাইন এবং হালিশহর ৩৩/১১ কেভি উপকেন্দ্রের অধীন ১১ কেভি বারাকা পতেঙ্গা পাওয়ার লিঃ লাইন।

কাজ সম্পাদন সাপেক্ষে নির্ধারিত সময়ের আগেও বিদ্যুৎ সরবরাহ চালু হতে পারে বলে জানিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছেন তারা।

 

পূর্বকোণ/সাফা/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট