চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

প্রশিক্ষণে নেদারল্যান্ডে গিয়ে ‘লাপাত্তা’ সিএমপির ২ পুলিশ সদস্য

নিজস্ব প্রতিবেদক

২৭ মে, ২০২২ | ৪:৪৮ অপরাহ্ণ

ডগ স্কোয়াডের কুকুর ব্যবস্থাপনা, পরিচালনাবিষয়ক প্রশিক্ষণের জন্য নেদারল্যান্ড গিয়ে নিখোঁজ হয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দুই কনস্টেবল। ৮ সদস্যের প্রতিনিধি দলের ৬ জন গত ২৪ মে দেশে ফিরে আসেন।

নিখোঁজ দুই কনস্টেবল হলেন রাসেল চন্দ্র দে ও শাহ আলম।

সিএমপির উপ-কমিশনার (সদর) আমির জাফর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সিএমপির কাউন্টার টেররিজম (সিটি) ইউনিটের অধীনে একটি পূর্ণাঙ্গ ডগ স্কোয়াড ইউনিট খোলা হচ্ছে। তার অংশ হিসেবে কুকুর ব্যবস্থাপনা, পরিচালনা ও প্রশিক্ষণ শীর্ষক ১৫ দিনের এক সফরে নেদারল্যান্ডস যায় সিএমপির ৮ সদস্যের একটি দল। গত ৯ মে গিয়ে ২৪ মে ৬ জন দেশে ফিরেছে।

তিনি আরও বলেন, প্রশিক্ষণ শেষে দেশে ফেরার আগের দিন ঘুরতে যাওয়ার কথা বলে দুজন বের হয়। তারা আর ফেরেনি। এরপর তাদের খোঁজ না পেয়ে ৬ সদস্য দেশে ফিরে আসে। পুলিশ হেডকোয়ার্টার ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তাদের খোঁজ নেওয়া হচ্ছে। তাদের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনা হবে।

 

পূর্বকোণ/এস

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট