চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

শুক্রবার থেকে তিনদিন চট্টগ্রামের যেসব স্থানে বিদ্যুৎ থাকবে না

অনলাইন ডেস্ক

২৬ মে, ২০২২ | ১০:৩৫ অপরাহ্ণ

শুক্রবার থেকে পরবর্তী তিনদিন (রবিবার ২৯ মে বাদে) চট্টগ্রামের বিভিন্ন স্থানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ উন্নয়ন, জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য আগামী তিনদিন অর্থাৎ ২৭, ২৮ ও ৩০ মে নিম্নোক্ত স্থান ও সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে চট্টগ্রাম বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। বিজ্ঞপ্তিতে জানানো হয়, জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য চট্টগ্রামের রামপুর, ফৌজদারহাট ও পটিয়ার আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিদ্যুৎ সরবরাহ বন্ধের সময় ও স্থান:
২৭ মে ২০২২ (শুক্রবার)
সকাল ৭টা থেকে বিকেল ৩টা: বিক্রয় ও বিতরণ বিভাগ রামপুর এর আওতাধীন রামপুর ৩৩/১১ কেভি উপকেন্দ্রের আওতাধীন ১১
কেভির ১০ নং ফিডার এর আওতায় বি-ব্লক ০২নং রােড আশপাশ এলাকা।

সকাল ৮টা থেকে বিকেল ৪টা: বিক্রয় ও বিতরণ বিভাগ ফৌজদারহাট এর আওতাধীন ফৌজদারহাট-পাহাড়তলী ৩৩ কেভি লাইন এবং ফৌজদারহাট ৩৩/১১ কেভি উপকেন্দ্রের অধীন ১১ কেভি এফ-০১, এফ-০২, এফ-০৫ এবং এফ-৬ নং ফিডারসমূহের আওতায় ফৌজদারহাট হতে পাক্কার মাথা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পূর্ব পাশ্বে সকল আবাসিক বাণিজ্যিক ক্ষুদ্রশিল্প ও মধ্যচাপ গ্রাহক, বে-ভিউ সিএনজি, ফৌজদারহাট ক্যাডেট কলেজ, বিআইটিআইডি হাসপাতাল, ফৌজদারহাট কেন্দ্রিয় ভাণ্ডার, প্যাসিফিক জিন্স।

২৮ মে ২০২২ (শনিবার)
সকাল ৯টা থেকে বিকেল ৫টা: বিতরণ বিভাগ পটিয়া এর আওতাধীন শিকলবাহা ১৩২/৩৩ কেভি গ্রীড উপকেন্দ্রের অধীন ৩৩ কেভি সিইউএফএল ফিডার।

সকাল ৮টা থেকে বিকেল ৪টা: বিক্রয় ও বিতরণ বিভাগ ফৌজদারহাট এর আওতাধীন ফৌজদারহাট-পাহাড়তলী ৩৩ কেভি লাইন এবং ফৌজদারহাট ৩৩/১১ কেভি উপকেন্দ্রের অধীন ১১ কেভি এফ-০১, এফ-০২, এফ-০৫ এবং এফ-৬ নং ফিডারসমূহের আওতায় ফৌজদারহাট হতে পাক্কার মাথা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পূর্ব পাশ্বে সকল আবাসিক বাণিজ্যিক ক্ষুদ্রশিল্প ও মধ্যচাপ গ্রাহক, বে-ভিউ সিএনজি, ফৌজদারহাট ক্যাডেট কলেজ, বিআইটিআইডি হাসপাতাল, ফৌজদারহাট কেন্দ্রিয় ভাণ্ডার, প্যাসিফিক জিন্স।

৩০ মে ২০২২ ( সোমবার )
সকাল ৯টা থেকে বিকেল ৫টা: বিতরণ বিভাগ পটিয়া এর আওতাধীন শিকলবাহা ১৩২/৩৩ কেভি গ্রীড উপকেন্দ্রের অধীন ৩৩ কেভি সিইউএফএল ফিডার।

কাজ সম্পাদন সাপেক্ষে নির্ধারিত সময়ের আগেও বিদ্যুৎ সরবরাহ চালু হতে পারে বলে জানিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছেন তারা।

পূর্বকোণ/সাফা

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট