চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

নোংরা পরিবেশ, চট্টগ্রামে ফুড ফেয়ার গুনল ২ লাখ ৮০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

২৬ মে, ২০২২ | ৯:০৩ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর আগ্রাবাদের রঙ্গীপাড়ায় নোংরা পরিবেশে খাবার তৈরির দায়ে ফুড ফেয়ারের কারখানাকে ২ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ এপ্রিল) দুপুরে রঙ্গীপাড়া কাঁচাবাজার এলাকায় অভিযান চালিয়ে এ জরিমান করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী।

বিষয়টি নিশ্চিত করেছেন চসিকের জনসংযোগ কর্মকর্তা কালাম চৌধুরী। তিনি বলেন, অভিযানে রঙ্গীপাড়া কাঁচাবাজার এলাকায় নোংরা পরিবেশে খাবার তৈরির দায়ে ফুড ফেয়ারের কারখানাকে ২ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান থেকে ১০টি বকেয়া ট্রেড লাইসেন্স ফি বাবদ ৩৬ হাজার ৮২০ টাকা, আয়কর বাবদ ২৭ হাজার ও ভ্যাট বাবদ ৩ হাজার টাকা আদায় করা হয়। একইসঙ্গে ট্রেড লাইসেন্স বিহীন ব্যবসা পরিচালনা করে কর ফাঁকির দায়ে ২ জনকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

পূর্বকোণ/মামুন/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট