চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

চট্টগ্রাম বন্দরে আমদানি নিষিদ্ধ ১৯ টন ঘনচিনি জব্দ

নিজস্ব প্রতিবেদক

২৬ মে, ২০২২ | ৭:২৭ অপরাহ্ণ

মিথ্যা ঘোষণায় চীন থেকে আনা আমদানি নিষিদ্ধ ১৯ মেট্রিকটন সোডিয়াম সাইক্লামেট (ঘনচিনি) জব্দ করেছে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ। ক্যান্সারের অন্যতম উপাদান হিসেবে শনাক্ত হওয়া এসব ঘনচিনি চট্টগ্রাম বন্দরে এনেছে ডিএসএস এন্টারপ্রাইজ নামে ঢাকার বংশালের একটি প্রতিষ্ঠান।

বুধবার (২৫ মে) চট্টগ্রামের ইপিজেড এলাকায় বেসরকারি নেমসান ডিপোতে একটি কনটেইনারে তল্লাশি করে এসব ঘনচিনি জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম কাস্টমসের উপ কমিশনার সালাহউদ্দিন রিজভী। তিনি বলেন, ১৮ মে চীনের জিনদাও বন্দর থেকে এইচ আর হেরা জাহাজে ঘনচিনি বোঝাই কনটেইনারটি চট্টগ্রাম বন্দরে আসে। আমদানিকারক প্রতিষ্ঠান ডিএসএস এন্টারপ্রাইজ সেটি খালাসের উদ্যোগ না নেওয়ায় কায়িক পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়। এর আগে কনটেইনারে আসা পণ্যের শুল্কায়ন ও খালাস কার্যক্রম স্থগিত করা হয়।

বুধবার কনটেইনার খুলে দেখা যায়, উপরে ‘সোডা অ্যাশ’ লেখা কয়েকশ বস্তা। সেগুলো খুলে পাওয়া যায় ১৯ মেট্রিকটন ঘনচিনি ও এক টন সোডা অ্যাশ। এরপর সেগুলো জব্দ করা হয়।

প্রসঙ্গত, ঘনচিনি সাধারণ চিনির চেয়ে ৩০ থেকে ৫০ গুণ বেশি মিষ্টি।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট