চট্টগ্রাম রবিবার, ০৬ অক্টোবর, ২০২৪

বান্দরবানে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ২, আহত ৭

বান্দরবান প্রতিনিধি

২৬ মে, ২০২২ | ১২:৩৩ অপরাহ্ণ

বান্দরবানের পর্যটকবাহী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুই জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ৭ জন। হতাহতদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

নিহতদের মধ্যে এক জনের নাম পাওয়া গেছে। তিনি হলেন- হামিদুল ইসলাম। তাৎক্ষণিক অন্যদের নাম-পরিচয়  পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (২৬ মে) সকাল সাড়ে ১০টায় বান্দরবানের থানচি সড়কের জীবননগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ, বিজিবি ও স্থানীয়রা জানায়, ঢাকা থেকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ৯ জনের একটি দলের মাইক্রোবাস বান্দরবানে আসে। সকালে বান্দরবান থেকে থানচি যাবার পথে জীবননগর এলাকায় গাড়িটি প্রায় ৩’শ ফুট গভীর খাদে পড়ে যায়। এতে দুইজনের মৃত্যু হয়। আহত হয়েছেন। আরও ৭ জন। 

এরমধ্যে আহত অবস্থায় ৫ জনকে উদ্ধার করে থানচি ও বান্দরবান সদর হাসপাতালে প্রেরণ করা হয়। বাকীদের এখনো উদ্ধারে অভিযান চলছে। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

থানচি থানার উপ-পরিদর্শক (এসআই) সুব্রত চাকমা জানিয়েছেন, হতাহতদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতাল ও থানচি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে।

পূর্বকোণ/পিআর/এসি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট