চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

জাতীয় কবি রাউজানে আসার ইতিহাস নতুন প্রজন্মকে জানতে হবে: জসিম উদ্দিন

রাউজান সংবাদদাতা

২৫ মে, ২০২২ | ৩:০৩ অপরাহ্ণ

দি পূর্বকোণ লিমিটেডের চেয়ারম্যান জসিম উদ্দিন চৌধুরী বলেছেন, ‘১৯৩৩ সালে জাতীয় কবি নজরুল রাউজানের হাজীবাড়িতে এসে এ বাড়িকে ধন্য করেছিলেন। এ কারণে এই বাড়ির বিশেষ গুরুত্ব রয়েছে। কবির রাউজানে আসার এই ইতিহাস নতুন প্রজন্মকে জানতে হবে।’

বুধবার (২৫ মে) সাড়ে ১২টায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মবার্ষিকীর শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আলহাজ ইউসুফ চৌধুরী স্মৃতি সংসদের উদ্যোগে কবির স্মৃতি বিজড়িত রাউজানের হাজীবাড়িতে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে জসিম উদ্দিন চৌধুরী বলেন, ‘ইতিহাস জানানোর জন্য শিক্ষকদের সবচেয়ে বেশি ভূমিকা থাকা দরকার। ক্ষুদে শিক্ষার্থীদের কবি নজরুলের গুরুত্ব সম্পর্কে ধারণা দিতে না পারলে এ দিবসের কোনো তাৎপর্য থাকবে না।’

রাউজান উপজেলা চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দার চৌধুরী বাবুল বলেন, ‘কবি নজরুল সাম্যের পক্ষে, ইসলামের পক্ষে, শান্তির পক্ষে অসুন্দরের বিপক্ষে কবিতা-গান লিখে গেছেন। তাঁর রেখে যাওয়া সাহিত্য, কবিতা, গান প্রজন্মকে চর্চা করতে হবে।’

এর আগে কবি নজরুল স্মৃতিস্তম্ভে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন অতিথিরা। আলোচনা সভা শেষে দৈনিক পূর্বকোণের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ ইউসুফ চৌধুরী ও দৈনিক পূর্বকোণের প্রাক্তন চেয়ারম্যান স্থপতি তসলিম উদ্দিন চৌধুরীসহ মুরব্বিদের জন্য দোয়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি জানে আলম জামাল, কদলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তসলিম উদ্দিন চৌধুরী, তরুণ সংগঠক আবদুল আউয়াল সুজন, রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি জাহেদুল আলম এবং তৈয়ব চৌধুরী প্রমুখ।

 

পূর্বকোণ/এস/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট