চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩

বৃক্ষরোপণে পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রীর পুরস্কার পাচ্ছেন ফজলে করিম চৌধুরী এমপি

পূর্বকোণ ডেস্ক

২৪ মে, ২০২২ | ৪:৩৯ অপরাহ্ণ

বৃক্ষরোপণে বিশেষ অবদান রাখায় পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার পাচ্ছেন রাউজানের এবিএম ফজলে করিম চৌধুরী এমপি। পুরস্কারের জন্য ব্যক্তিগত পর্যায়ে এবিএম ফজলে করিম চৌধুরী এমপিসহ ৭ জন ব্যক্তি ও ১৬টি প্রতিষ্ঠানকে চূড়ান্তভাবে মনোনীত করেছে সরকার। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা যায়।

মন্ত্রণালয় জানায়, ১৯৯৩ সাল থেকে এ পুরস্কার চালু হয়। জানা যায়, পরিবেশমন্ত্রী শাহাব উদ্দিনের সভাপতিত্বে গত রবিবার মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত ‘বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার-২০২০’ পদক সংক্রান্ত জাতীয় কমিটির সভায় মনোনীতদের বাছাই করা হয়।

মন্ত্রণালয় জানায়, উপজেলা, জেলা এবং বিভাগ পর্যায়ে বিচারের পর জাতীয় কমিটি চূড়ান্তভাবে এই পুরস্কারের জন্য মনোনয়ন দেয়।

মনোনীত ৭ ব্যক্তির মধ্যে এবিএম ফজলে করিম চৌধুরী এমপি ছাড়াও ব্যক্তিগত পর্যায়ে পুরস্কারের জন্য শেরপুরের মো. হজরত আলী আকন্দ, চুয়াডাঙ্গার আদিনা মালিক মনোনীত হয়েছেন। ‘বাড়ির ছাদে বাগান সৃজন’ শ্রেণিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কারের জন্য যথাক্রমে গাজীপুরের মনিরা সুলতানা, ময়মনসিংহের কবিতা নাসরিন সৃষ্টি এবং রাজশাহীর সাহানা নাসরিন মনোনীত হয়েছেন। এছাড়া ‘বৃক্ষ গবেষণা, সংরক্ষণ, উদ্ভাবন’ শ্রেণিতে প্রথম পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন গাজীপুরের মো. তাসলিমুল হক।

স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রথম পুরস্কারের জন্য চট্টগ্রাম উপজেলা পরিষদকে মনোনীত করা হয়েছে।

 

পূর্বকোণ/এস

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট