২৩ মে, ২০২২ | ৮:১৫ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত থেকে ১৩টি আগ্নেয়াস্ত্র ও বিদেশি মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (২৩ মে) ভোরে উপজেলার মিয়ানমার সীমান্তবর্তী দোছড়ি ইউনিয়নের লেম্বুতলি এলাকায় চোরাকারবারিদের গোপন আস্তানায় অভিযান চালিয়ে এসব উদ্ধার করে বিজিবি।
বিষয়টি নিশ্চিত করেন নাইক্ষ্যংছড়ি বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. নাহিদ হোসাইন। পূর্বকোণকে তিনি বলেন, মাটির নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় ১৩টি দেশীয় তৈরি একনলা বন্দুক ও ১২ বোতল বার্মিজ মদ উদ্ধার করা হয়। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।
পূর্বকোণ/মামুন/পারভেজ