চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

সর্বশেষ:

উখিয়ায় ৩ কোটি টাকার ইয়াবা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

২২ মে, ২০২২ | ৬:১১ অপরাহ্ণ

কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যার মূল্য প্রায় ৩ কোটি টাকা।

শনিবার (২২ মে) দিবাগত রাতে বিজিবির কক্সবাজার ব্যাটালিয়নের পালংখালী বিওপি এ অভিযান পরিচালনা করে।

কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক মো. মেহেদি হোসাইন কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে পালংখালী বিওপির একটি টহলদল উখিয়া উপজেলার ৫ নম্বর পালংখালী ইউপি’র কাস্টম মোড় এলাকায় অবস্থান নিয়ে ফাঁদ পেতে থাকে। রাত আনুমানিক ২টার সময় ইয়াবা পাচারকারীরা সীমান্ত থেকে পায়ে হেঁটে বাংলাদেশে আসার সময় বিজিবি তাদেরকে চ্যালেঞ্জ করে। বিজিবির উপস্থিতি বুঝে গ্রেপ্তার হওয়ার সম্ভাবনা আঁচ করতে পেরে সশস্ত্র মাদক কারবারিরা বিজিবি টহলদলের উপর অতর্কিত গুলিবর্ষণ করে।

এসময় টহলদল পাল্টা গুলি করলে চোরাকারবারিরা তাদের সাথে থাকা ব্যাগ মাটিতে ফেলে দ্রুত জঙ্গলের মধ্য দিয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরে টহলদল ঘটনাস্থল থেকে ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে ১ লাখ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করে। এ ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

 

পূর্বকোণ/মামুন/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট