চট্টগ্রাম মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

ইয়েস-কক্সবাজারের কার্যকরী পরিষদ গঠন

বিজ্ঞপ্তি

২১ মে, ২০২২ | ১০:০৫ অপরাহ্ণ

পরিবেশবাদী সংগঠন ইয়ুথ এনভায়রনমেন্ট সোসাইটি (ইয়েস) কক্সবাজার এর কার্যকরী পরিষদ গঠন করা হয়েছে। মোহাম্মদ হাসানকে চেয়ারম্যান, আবু আদনান প্রকাশ আদনান সাউদকে ভাইস চেয়ারম্যান ও ইব্রাহিম খলিল উল্লাহ মামুনকে প্রধান নির্বাহী করে ৭ সদস্যের এ পরিষদ গঠন করা হয়।

২১ মে (শনিবার) সকালে সংগঠনের সাধারণ সভা ও দ্বিবার্ষিক কাউন্সিল অধিবেশন শেষে সবার মতামতের ভিত্তিতে ২০২২ ও ২০২৩ সালের জন্য নতুন পরিষদের সদস্যদের নাম ঘোষণা করা হয়।

পরিষদের অন্যান্য কর্মকর্তারা হলেন ট্রেজারার মোস্তফা সরওয়ার, সদস্য যথাক্রমে সাওয়ার সাঈদ, মোহাম্মদ নুরুল কবির ও সুমাইয়া সিদ্দিকা। ইয়ুথ এনভায়রনমেন্ট সোসাইটি (ইয়েস) কক্সবাজার ২০০৯ সাল থেকে কক্সবাজারের পরিবেশ-প্রতিবেশ, জীববৈচিত্র্য এবং বনজসম্পদ রক্ষায় বিভিন্নভাবে কাজ করে আসছে।

এছাড়া কক্সবাজার সমুদ্র সৈকতে অবৈধ স্থাপনা, পাহাড় কাটা, নদী দখল ও দূষণ, কৃষিজমি থেকে বালু উত্তোলন এবং ওয়ানটাইম প্লাস্টিক বন্ধ নিয়ে ইতোমধ্যে পরিবেশ আদালত ও হাইকোর্টে জনস্বার্থে ১০টি মামলা করেছে। এসব মামলায় আদালত থেকে গুরুত্বপূর্ণ নির্দেশনাও দেওয়া হয়েছে।

 

পূর্বকোণ/রাজীব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট