চট্টগ্রাম মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

হালদায় অভিযান, দুই হাজার মিটার অবৈধ জাল জব্দ

নিজস্ব প্রতিবেদক

২১ মে, ২০২২ | ১০:২৯ অপরাহ্ণ

প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদীতে অভিযান চালিয়ে দুই হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে। যার আনুমানিক মূল্য ৯০ হাজার টাকা।

শনিবার (২১ মে) ছায়ার চর এলাকায় অভিযান চালিয়ে এসব জাল জব্দ করে নৌ পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেন নৌ পুলিশ চট্টগ্রাম অঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূইয়া। তিনি বলেন, হালদা নদীতে মাছের মজুদ বৃদ্ধি করতে নদীর ছায়ার চর এলাকায় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করার সময় ৯০ হাজার টাকা মূল্যমানের দুই হাজার মিটার মালিকবিহীন অবৈধ জাল জব্দ করা হয়েছে। জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে। নদীতে অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।

 

পূর্বকোণ/মামুন/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট